প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩১ . জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায় ? ক. গরান গাছে খ. মটর গাছে গ. সুন্দরী গাছে ঘ. ফণীমনসা গাছে উত্তর: ক. গরান গাছে
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩২ . পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?
ক. অ্যামাইলেজ
খ. ট্রিপসিন
গ. লাইপেজ
ঘ. কোন উৎসেচকই থাকে না
উত্তর: ঘ. কোনো উৎসেচকই থাকে না
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩৩. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ? ক. লুই পাস্তুর খ. রোনাল্ড রস গ. আলেকজান্ডার ফ্লেমিং ঘ. এডওয়ার্ড জেনার উত্তর: ঘ. এডওয়ার্ড জেনার
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩৪ . প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি ? ক. পা খ. ফ্লাজেলা গ. সিলিয়া ঘ. সিটা উত্তর: গ. সিলিয়া
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩৫. ভাইরোলজির জনক কে ? ক. আইভানোওস্কি খ. বেইজিরিঙ্ক গ. এডওয়ার্ড জেনার ঘ. লুই পাস্তুর উত্তর: খ. বেইজিরিঙ্ক
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
৩৬. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি ? ক. আরকিওপটেরিক্স খ. প্লাটিপাস গ. পেরিপেটাস ঘ. অক্টোপাস উত্তর: খ. প্লাটিপাস
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩৭. ‘ দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ’ কার লেখা গ্রন্থ ?
উত্তর: চার্লস ডারউইন
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
৩৮. উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?
ক. ফ্লোয়েমের মাধ্যমে
খ. জাইলেমের মাধ্যমে
গ. কর্টেক্সের মাধ্যমে
ঘ. নালিকা বান্ডিলের মাধ্যমে
উত্তর: জাইলেমের মাধ্যমে
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৩৯. শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয় ? ক. ১৫ অণু খ. ৩০ অণু গ. ৮ অণু ঘ. ৩৮ অণু উত্তর: ঘ. ৩৮ অণু
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৪
প্রশ্ন ৪০. কার চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকে ? ক. কচ্ছপের খ. সাপের গ. ব্যাঙের ঘ. তিমির উত্তর: ঘ. তিমির