বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী হলেন ভারতীয় স্কোয়াশ দলের অন্যতম সদস্য অনাহত সিংহ।
মাত্র ১৪ বছর বয়সে অনাহত কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করছে । প্রসঙ্গত, ১৬ বছর বয়সে ভারতের হয়ে খেলেছিলেন সচিন তেন্ডুলকর।
দিল্লির চানক্যপুরীর একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী অনাহত। মেয়েদের অনূর্ধ্ব ১৫ পর্যায়ে অনাহতই এখন এশিয়ার এক নম্বর স্কোয়াশ খেলোয়াড়।
জাতীয় দলের ট্রায়ালে অংশ নিয়ে ২০২২ এর বারমিংহ্যাম কমনওয়েলথ গেমসে চান্স পাওয়া অনাহত মাত্র ৮ বছর বয়স থেকে খেলা শুরু করে ।
অনাহতের বাবা গুরশরণ সিংহ আইনজীবী। মা তনি সিংহ অন্দরসজ্জা শিল্পী। কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই কোর্টে নেমেছে অনাহত।
মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল সেন্ট ভিনসেন্টের জাডা রোজের। ১৪ বছরের কিশোরী জয় পেয়েছে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে।
প্রথম রাউন্ডে বিদায় নিলেও রোজ অভিনন্দন জানান অনাহতকে। ম্যাচের পর শুধু করমর্দন করেই থামেননি। জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।
কোচ ক্রিস ওয়াকারও খুশি প্রথম ম্যাচের পারফরম্যান্সে। ক্রিস বলেছেন, ‘‘১৪ বছর বয়সেই যা খেলছে, তাতে অনেক দূর যেতে পারে।
অনাহতের বাবা-মা দু’জনেই হকি খেলোয়াড় হলেও অনাহতের হকিতে বা স্কোয়াশে কোনো টাতেই আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল ব্যাডমিন্টনে।
৫ বছর বয়সে ব্যাডমিন্টন দিয়ে খেলাধুলো শুরু অনাহতের, তার প্রিয় খেলোয়াড় পিভি সিন্ধু। দিল্লির একাধিক বয়স ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পদক রয়েছে তার।
১১. আট বছর বয়সে পছন্দ বদলায় অনাহত। দিদি আমিরাকে দেখে স্কোয়াশ খেলতে শুরু করে। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দেশের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় আমিরা।