সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪১. রাশিয়ার পার্লামেন্টের নাম কি ? ক. ডুমা খ. মজলিস গ. কর্টৈস ঘ. কোনদিনই নয়
উত্তরঃ ডুমা
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪২. ১৯২১ সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায় ? ক. আসামে খ. কেরলে গ. পাঞ্জাবে ঘ. বাংলায়
উত্তরঃ কেরলে
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৩. আগা খাঁ কাপ কোন খেলার পুরস্কার হিসেবে দেওয়া হয় ? ক. বিলিয়ার্ড খ. বক্সিং গ. হকি ঘ. ঘোড়দৌড়
উত্তরঃ হকি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৪. অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন ? ক. ধ্যানচাঁদ খ. জয়পাল সিং গ. কিশোর লাল ঘ. লাল বোখারী
উত্তরঃ জয়পাল সিং
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৫. সঙ্গীতে এই শব্দগুলির পরিচয় কি মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর ক. রাগ খ. তাল গ. ঘরানা ঘ. বাদ্যযন্ত্র
উত্তরঃ ঘরানা
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৬. কোন তুঘলক সুলতান তাঁর রাজধানী দিল্লী থেকে দেবগিরি স্থানান্তর করেন ?
ক. ফিরোজ শাহ তুঘলক
খ. গিয়াসউদ্দিন তুঘলক
গ. মহম্মদ বিন তুঘলক
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৭. টুইটার চালু করা হয়েছিল কত সালে ? ক. ২০০৩ খ. ২০০৪ গ. ২০০৫ ঘ. ২০০৬
উত্তরঃ ২০০৪
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৮. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত ? ক. ভদ্রা নদী খ. ব্রাক্ষ্মণী নদী গ. দামোদর নদ ঘ. ভীমা নদী
উত্তরঃ ব্রাক্ষ্মণী নদী
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৪৯. কোন নদীর ওপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মাণ হল ? ক. তিস্তা খ. তোর্সা গ. জলঢাকা ঘ. রূপনারায়ণ
উত্তরঃ তিস্তা
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 15
১৫০. আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় ? ক. বুলগেরিয়া খ. জার্মানি গ. স্পেন ঘ. জুরিখ
উত্তরঃ জার্মানি
GK MCQ PART 14
দেখুন, CLICK HERE