সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯১. ‘দেওধর ট্রফি’— কোন খেলার সঙ্গে যুক্ত ? ক. দাবা খ. ক্রিকেট গ. হকি ঘ. ফুটবল
উত্তরঃ ক্রিকেট
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯২. কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ক. সোডিয়াম খ. রুপো গ. অ্যালুমিনিয়াম ঘ. জিংক
উত্তরঃ সোডিয়াম
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৩. Butterfly শব্দটি কোন খেলার সাথে যুক্ত ? ক. কাবাডি খ. টেবিল টেনিস গ. ভলিবল ঘ. সুইমিং
উত্তরঃ সুইমিং
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৪. পার্সেকের সাহায্যে যা পরিমাপ করা হয় ক. মহাজাগতিয় বস্তুর ঔজ্জ্বল্য খ. কক্ষপথে বৃহত তারাদের গতি গ. মহাকাশীয় দুরত্ব ঘ. তারার ঘনত্ব
উত্তরঃ মহাকাশীয় দুরত্ব
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৫. নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে, টাইফয়েড রোগটি হয়? ক. ভিব্রিয় কোলেরি খ. সালমোনেলা টাইফি গ. ই-কোলি ঘ. ব্যাসিলাস আন্থ্রাসিস
উত্তরঃ সালমোনেলা টাইফি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৬. উদ্ভিদের কোন রেচন পদার্থটি নাইট্রোজেন বিহীন ? ক. রেসারপিন খ. রেজিন গ. ক্যাফিন ঘ. মরফিন
উত্তরঃ ক্যাফিন
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৭. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ? ক. পাল খ. সেন গ. গৌড় ঘ. কামরূপ
উত্তরঃ গৌড়
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৮. ভারতের জাতীয় প্রতীকের নিম্নের কোন নীতি বাক্যটি লেখা আছে ? ক. সত্যম শিবম সুন্দরম খ. সত্যমেব জয়তে গ. জয়হিন্দ ঘ. সত্যম শিবম
উত্তরঃ সত্যমেব জয়তে
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
১৯৯. বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে? ক. স্বামী বিবেকানন্দ খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 20
২০০. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? A. জে বি কৃপালনি B. মৌলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ জে বি কৃপালনি
GK MCQ PART 19
দেখুন, CLICK HERE