Chat GPT- এর কোপে নাকি উধাও হবে ১৮ রকম চাকরি! কাজ হারাতে পারেন কারা?
By Srikanto Mandal
17 March, 2023
Photo Credit: aeologic
সম্প্রতি Open AI চ্যাটজিপিটির সর্বাধিক ভার্শন GPT-4 চালু করেছে, এটি আগের থেকে আরও উন্নত ও দ্রুততার সহিত কাজ করতে পারে।
তথ্যপ্রযুক্তির জগতে চ্যাটজিপিটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এর কার্যক্ষমতা দেখে অভিভূত সবাই।
যাইহোক, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে একটি অজানা ভয়ও রয়েছে। কারণ, প্রযুক্তিটি যে কোনও সময় যে কোনও কর্মচারীর জীবিকা ছিনিয়ে নিতে পারে।
ইতিমধ্যে, আমেরিকার বেশির ভাগ সংস্থা তাদের কাজের সুবিধার্থে চ্যাটজিপিটি-র ব্যবহার শুরু করেছেন।
সাম্প্রতিক সমীক্ষা বলছে, ওই সংস্থাগুলিতে চ্যাটজিপিটি আসার পর, অনেক কর্মীকে তাঁদের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
প্রশান্ত রাঙ্গাস্বামী নামে এক ব্যক্তি কৌতূহলবশত চ্যাটজিপিটি-র কাছে জানতে চান, এই প্রযুক্তির জন্য মানুষ কোন কোন কাজ হারাতে পারে? সঙ্গে সঙ্গে Chat GPT জানিয়ে দেয় এমন ১৮টি কাজের নাম।
এগুলি হল ১. ডেটা এন্ট্রি অপারেটর, ২. ক্রেতা পরিষেবা প্রতিনিধি, ৩. প্রুফরিডার, ৪. প্যারালিগাল, ৫. বুককিপার. ...