গুজরাটের মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তি গ্রাম ঘোষণা করলেন নরেন্দ্রে মোদি

By Srikanto Mandal 27 October, 2022

গুজরাটের মেহসানা জেলার মোধেরা গ্রামকে দেশের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম (Solar Power Village) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মোধেরায় কেন্দ্র ও রাজ্যে সরকারের যৌথ উদ্যোগে দেশের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে।

মোধেরা সূর্য মন্দির থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সুজনপুরায় একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, ১ হাজার ৩০০ সোলার সিস্টেম গড়ে তোলা হয়েছে এই প্রকল্পে।

এর মাধ্যমে মোধেরা সূর্য মন্দির এবং শহরে চব্বিশ ঘণ্টা বিদ্যাৎ সরবরাহ করা সম্ভব হবে। যা কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে সম্ভব হয়েছে।

এই প্রকল্পে দুই ধাপে রাজ্য এবং কেন্দ্র পঞ্চাশ শতাংশ করে ৮০.৬৬ কোটি টাকা ব্যয় করেছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “সূর্য মন্দিরের জন্য পরিচিত মোধেরা এবার সৌরশক্তিতে অগ্রগতির জন্য পরিচিত হবে।” 

তিনি আরও বলেন  “কিছুদিন আগে পর্যন্ত সরকার নাগরিকদের বিদ্যুৎ সরবরাহ করত। এখন নাগরিকরা তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবেন।”