সব ধরণের ফোনের জন্য একই রকমের চার্জার বাধ্যতামূলক, নয়া আইনে সব সংস্থাকে নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন।

By Srikanto Mandal 22 Sept, 2022

নির্দেশ অনুসারে সমস্ত মোবাইল নির্মাতা সংস্থাগুলিকে যে কোনো ফোনের জন্য একই ধরনের চার্জার তৈরি করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে ২০২৪ সালের মধ্যে সব ফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 

 বর্তমানে আন্ড্রয়েড ফোনে যে ‘ইউএসবি-টাইপ সি’ চার্জার ব্যবহৃত হয়, প্রস্তাব অনুযায়ী সব ফোনের জন্যই সেই চার্জার ব্যবহার করতে হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশে। 

নামী সংস্থাগুলির মধ্যে এই নিয়মে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপলের উপর। 

এর প্রভাব পড়বে স্যামসং ও হুয়ায়েই-র মতো সংস্থার উপরেও। তবে বিশেষজ্ঞদের ধারণা, এতে লাভ হবে গ্রাহকদের। 

কারণ ফোন বদল করলেও চার্জার হাতড়ে বেড়াতে হবে না। শুধু ফোনই নয়। মোট ১৩ রকম যন্ত্রের ক্ষেত্রেও একই নিয়ম আসতে চলেছে। 

ইয়ারবাড, হেডফোন ও বই পড়ার ই-রিডারের মতো যন্ত্র চার্জ দেওয়ার জন্য একই ধরনের চার্জার ব্যবহার করতে হবে। 

 ল্যাপটপের ক্ষেত্রেও জারি হবে এই নিয়ম। তবে তার জন্য আরও কিছু দিন সময় পাবে নির্মাতা সংস্থাগুলি। 

২০২৬ সালের মধ্যে ল্যাপটপের ক্ষেত্রে একক চার্জার বানানোর নিয়ম জারি হবে।

e-waste বা ইলেকট্রনিক বর্জ্য কমিয়ে পরিবেশ রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন নিয়মের ফলে মোবাইল ইউজারদের একাধিক চার্জার কেনার প্রয়োজন হবে না এর ফলে প্রতি বছর ২২ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে।

এছাড়া, নতুন নিয়ম লাগু হলে প্রতি বছর প্রায় এক হাজার টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য কমবে বলে আশা করা হচ্ছে।

Share if you liked the Story

Arrow