পদপিষ্ট হয়ে মৃত্যু ভক্তের! সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি শাহরুখের

শ্রীকান্ত মণ্ডল ২৭ সেপ্টেম্বর, ২০২২ 

Photo: Shah Rukh Khan/Facebook

গুজরাতের বরোদা রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শাহরুখ ফ্যানের, মৃতের পরিবার গুজরাত হাই কোর্টে মামলা করেন শাহরুখ খানের বিরুদ্ধে।

Photo: Shah Rukh Khan/Facebook

২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ খানের নতুন মুভি রইস। ছবির প্রচারে লোকাল ট্রেনে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান। 

Photo: Shah Rukh Khan/Facebook

এই ছবির প্রচারে গুজরাট গিয়েছিলেন অভিনেতা  শাহরুখ খান। তাঁকে একঝলক দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছিল সর্বত্র।

Photo: Shah Rukh Khan/Facebook

ঠিক একই ভাবে বরোদা স্টেশনেও হাজির হয়েছিলেন তাঁর কয়েক হাজার ভক্ত। সেখানেই ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে এক ব্যক্তির। 

Photo: Shah Rukh Khan/Facebook

এই ঘটনার জন্য শাহরুখের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে মামলা করা হয়। এবার সুপ্রিম কোর্টের রায়ে এই মামলা থেকে স্বস্তি পেলেন কিং খান।

Photo: Shah Rukh Khan/Facebook

গুজরাত হাইকোর্টে এই মামলা খারিজ করলে মৃতের পরিবার পুনরায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। 

Photo: Shah Rukh Khan/Facebook

সোমবার সুপ্রিম কোর্টের জাস্টিস অজয় রাস্তোগি ও জাস্টিস সিটি রবিকুমার  শাহরুখের বিরুদ্ধে এই অভিযোগকে কার্যত বাতিল করে দেন।

Photo: Shah Rukh Khan/Facebook

আপাতত এই ঘটনায় স্বস্তি পান কিং খান।  গুজরাট হাইকোর্টের রায়কে পুনরায় ভেবে দেখার প্রয়োজন নেই বলেই মনে করেন সুপ্রিম কোর্টের বিচারকদ্বয়।

Photo: Shah Rukh Khan/Facebook