পদ্মা সেতু তৈরিতে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ সেতুর চেয়ে বেশি খরচ হয়েছে বলে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ২৪ লাইভ নিউজপেপারের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি সিমেন্ট
বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, সে দেশে এই মুহূর্তে ৫০ কেজির এক বস্তা সিমেন্টের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা।
বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে পাওয়া খবর অনুযায়ী পদ্মা সেতুর পিলারে ‘মাইক্রো ফাইন’ নামক এক বিশেষ প্রকারের সিমেন্ট ব্যবহার করা হয়েছে।
এই মাইক্রো ফাইন সিমেন্ট আমদানি করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এই মাইক্রো ফাইন সিমেন্টের প্রতি বস্তার মূল্য১৫০০০ টাকা।
বাংলাদেশে এই মুহূর্তে যত ভালই হোক না কেন, ৬০০ টাকার উপরে আর কোনও সিমেন্ট নেই। কিন্তু এই সেতুতে এত দামী সিমেন্ট ব্যাবহারের কারণ কি?
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী পরিচালক দেওয়ান মহম্মদ আব্দুল কাদের জানান, পদ্মার নীচের মাটি খুবই নরম। পাশাপাশি পদ্মা খরস্রোতা হওয়ায় প্রতিনিয়ত এর নীচের মাটি সরে যায়।
এই অবস্থায় এত বড় পরিকাঠামো যাতে নদীর উপর দাঁড়িয়ে থাকতে পারে তাই শুধু দামি সিমেন্ট ব্যবহার করাই নয়, পদ্মা সেতুর ভার নিয়ে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলির ব্যাস রাখা হয়েছে প্রায় ১০ ফুট।
বাংলাদেশের সাধারণ সিমেন্ট দিয়ে এ সব স্তম্ভ তৈরি করা সম্ভব ছিল না। তাই অস্ট্রেলিয়া থেকে আনা মাইক্রো ফাইন সিমেন্ট ব্যবহার করে তৈরি হয়েছে এই স্তম্ভগুলি।
এই মাইক্রো ফাইন সিমেন্ট অত্যন্ত মিহি এবং শক্তিশালী। আর এই কারণে এর বাঁধন খুবই শক্ত হয়। জলের তলায় থাকলেও এই সিমেন্টে বিশেষ ক্ষয় হয় না।