পাকাপাকিভাবে না হলেও সাময়িকভাবে AIFF (All India Football Federation)-এর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা (FIFA)।
ভারতের মত ফুটবল বিশ্বে উঠতি শক্তির কাছে এটা যেমন ধাক্কার তেমনই এর নিষেধাজ্ঞার ফলে একাধিক ফুটবলারের ভবিষ্যত অন্ধকারে।
ভারতকে ব্যান করার প্রধান কারণ হল AIFF-এর কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এখানে তৃতীয় পক্ষ হল সুপ্রিম কোর্ট।
দীর্ঘদিন AIFF-এ নির্বাচন নেই। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি পদে বসেছিলেন। এরপর আসরে নামে সুপ্রিম কোর্ট।
১৮ মে তিন সদস্যের কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট । যাদের কাজ ছিল AIFF-এর সংবিধান সংশোধন করে নির্বাচন করানো। কিন্তু এখনও পর্যন্ত কমিটি কোনও পদক্ষেপ নিতে পারেনি নির্বাচন নিয়ে।
এই নিষেধাজ্ঞার ফলে ভারত মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন বা পুরুষদের এশিয়া কাপে যোগদান করতে পারবে না।
এছাড়া, AFC কাপে খেলতে পারবে না ATK মোহনবাগান এবং নতুন কোনও বিদেশি প্লেয়ারকেও সই করাতে পারবে না ভারত।
কোন কোন শর্তে ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে FIFA? সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
All India Football Federation (AIFF)-কে ফেডারেশন চালাতে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। দৈনন্দিন কাজ করবে AIFF কর্তারাই।