বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন স্থাপত্য।  সম্প্রতি এমনই একটি প্রাচীন স্থাপত্যর খোঁজ পাওয়া গিয়েছে নদীর নীচে।

সম্প্রতি ইরাকের টাইগ্রিস নদীর নীচে ৩৪০০ বছরের পুরনো একটি  শহর খুঁজে পাওয়া গিয়েছে । এই প্রাচীন শহর নিয়ে ইতিমধ্যে গবেষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। 

এই প্রাচীন শহরের ধ্বংসাবশেষে এমন সব চমকে দেওয়ার মতো আধুনিক স্থাপত্যের সন্ধান পাওয়া গিয়েছে যা বহু বছর আগেও কল্পনাও করা যায় না। 

প্রত্নতাত্ত্বিকদের একটি দল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে  টাইগ্রিস নদীর তলদেশে ৩৪০০ বছরের পুরানো এই স্থাপত্যে সন্ধান পেয়েছেন। 

প্রত্নতত্ত্ববিদদের মতে শহরটি হল ৪৭৫ খ্রিস্টপূর্ব থেকে ১২৭৫ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে গড়ে ওঠা মিতান্নি সাম্রাজ্য ধ্বংসাবশেষ।  

এই ধ্বংসাবশেষ থেকে মাটির ইটের দেওয়াল, বেশ কয়েকটি টাওয়ার, বহুতল ভবন এবং অন্যান্য স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে।

 জানা গিয়েছে যে টাইগ্রিস নদীর তীরে মাসুল বাঁধে কম জল থাকায় সেই শহর আবিষ্কার করা সম্ভব হয়েছে। গবেষকরা জানিয়েছেন যে, নদীর নীচে থাকলেও ওই শহরের মাটির দেওয়াল একদম ঠিক রয়েছে। 

হাজার হাজার বছর ধরে জলের নীচে থাকলেও একটুও ক্ষতি হয়নি। জানা গিয়েছে যে বাঁধ নির্মাণ করার ফলে সেই শহর জলের তলায় চলে যায়।

 কিন্তু, খরার কারণে তা আবার নদীর উপরে চলে আসে। জানা গিয়েছে যে এই শহরের বিস্তীর্ণ জায়গা এখনও পরীক্ষা করে দেখা বাকি। কারণ বেশ কিছুটা জায়গা এখনও জলের তলায় রয়েছে।