বিশ্ব আর্থ্রাইটিস দিবস সম্পর্কে ৮ টি গুরুত্বপূর্ণ  প্রশ্ন উত্তর , সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ   

শ্রীকান্ত মণ্ডল ১৩ অক্টোবর, ২০২২ 

প্রশ্ন ১: আর্থ্রাইটিস বা বাত কি? 

উত্তরঃ আর্থ্রাইটিস হল মূলত অস্থিসন্ধির প্রদাহ যা এক বা একাধিক অস্থি সন্ধিকে আক্রান্ত করে। 

প্রশ্ন ২: বিশ্বে কত প্রকারের আর্থ্রাইটিস দেখা যায়? 

উত্তরঃ সারা বিশ্বে প্রায় ১০০ টিরও বেশি ধরণের আর্থ্রাইটিস রয়েছে

প্রশ্ন ৩:  কোন প্রকারের আর্থ্রাইটিস সবথেকে বেশী পরিলক্ষিত হয়? 

উত্তরঃ অস্টিওআর্থারাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস 

প্রশ্ন ৪: আর্থ্রাইটিসে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ সবথেকে বেশী আক্রান্ত হয়? 

উত্তরঃ এই রোগে প্রধানত অস্থিসন্ধি আক্রান্ত হয়

প্রশ্ন ৫:  বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয় কোন দিন? 

উত্তরঃ ১২ অক্টোবর 

প্রশ্ন ৬: বিশ্ব আর্থ্রাইটিস (বাত) দিবসের এবছরের থিম কি?

উত্তরঃ “It’s in your hands, take action”

প্রশ্ন ৭: কোন সংস্থা প্রথম বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা শুরু করে?

উত্তর: Arthritis and Rheumatism International (ARI)

প্রশ্ন ৮: প্রথম বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয় কোন বছর?

উত্তর: ১২ অক্টোবর, ১৯৯৬