তাহলে অবশেষে ক্যান্সারের ওষুধ কি পাওয়া গেল? ১৮জন ক্যান্সার আক্রান্ত রোগীর উপর প্রাথমিক পরীক্ষা চলানোর পর মার্কিনি  গবেষকরা এমনটাই দাবী করছেন।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিনি গবেষণাগারে তৈরি এক ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছ , রোগীরা সম্পূর্ণভাবে  ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। 

এই  চমৎকার ঘটনার নেপথ্যে রয়েছে ডস্টারলিম্যাব নামের একটি ওষুধ, যা কোনোরকম কেমোথেরাপি ছাড়াই সম্পূর্ণরূপে ক্যান্সার নির্মূল করে। 

এর আগে ক্যান্সার নির্মূলের জন্য যতরকম পরীক্ষা চালানো হয়েছে তার একটাতেও সম্পূর্ণরূপে ক্যান্সার সেড়ে যেতে দেখা যায়নি। তাই, এই পরীক্ষামূলক চিকিৎসা এখন চিকিৎসা জগতে সাড়া ফেলে দিয়েছে। 

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী  মলদ্বারের ক্যানসারে আক্রান্ত  ওই ১৮ জন রোগীর  ক্যান্সারের পরিক্ষামুলক চিকিৎসা হিসাবে প্রায় ৬ মাস ধরে  ডস্টারলিম্যাব ওষুধ দেওয়া হয়েছিল। 

ক্যানসারের ইতিবাচক পরিবর্তন দেখার জন্য , ৬ মাস পর ওই ১৮ জন রোগীর এন্ডসকপি , এমআরআই স্ক্যান ও পিইটি ইত্যাদি পরীক্ষা করা হয় । সমস্তরকম পরীক্ষার পর দেখা গিয়েছে তাদের শরীরে আর ক্যানসারের অস্তিত্ব নেই। 

 মার্কিনি গবেষক তথা অনকোলজিস্ট ডাক্তার আন্দ্রেয়া সেরসেক জানিয়েছেন,  ক্যান্সারের মুক্ত হয়েছেন জেনে ওই ১৮ জন রোগীর অনেকেই খুশিতে কেঁদে ফেলেছিলেন।

গবেষণাটি পরিচালনা করেছেন নিউ ইয়র্কেরর্কে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার।  তাদের মতে ডস্টারলিম্যাব ওষুধে গবেষণাগারে তৈরি কিছু অণুথাকে যেগুলি, মানবদেহে অ্যান্টিবডির বিকল্প হিসাবে কাজ করে। 

এই ওষুধই ওই ১৮ জন ক্যান্সার রোগীকে দেওয়া হয়েছিল। আশ্চর্যের বিষয় হল,  এই ডস্টারলিম্যাব ওষুধ সেবন করা শুরুর পর থেকে তাদর আর অন্য কোনও চিকিৎসার  প্রয়োজন হয়নি। 

বিজ্ঞানীরা জানিয়েছেন এই গবেষণাটি  শুধুমাত্র ১৮ জনের উপর চালানো হয়েছে  ফল এটা দেখে  এখনই কিছু মন্তব্য করা ঠিক হবে না , এটিকে আরও বেশি সংখ্যক রোগীর উপর এই পরীক্ষা করে দেখতে  হবে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, যে ১৮ জন রোগী সুস্থ হয়েছেন তাদের কেবল মলদ্বারে ক্যান্সার ছড়িয়েছিল অন্য কোন অঙ্গে ছড়ায়নি, তাই অন্য অঙ্গের ক্ষেত্রেও এটি  কাজ করে কিনা সে বিষয়ে বিস্তর গবেষণার প্রয়োজন আছে।