ডিসেম্বর মাসেই আবার IPL-এর নিলাম! কোন ফ্র্যাঞ্চাইজি কত টাকা নিয়ে ক্রিকেটার কেনার লড়াইয়ে নামবে?
By Srikanto Mandal
30 Sept, 2022
গত বারের নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে যত টাকা অবশিষ্ট ছিল তার সঙ্গে আরও ৫ কোটি টাকা নিয়ে এই নিলামে নামা যাবে।
ছবিঃ IPL@facebook page
গত বারের নিলামের পরে সব থেকে বেশি টাকা অবশিষ্ট রয়েছে পঞ্জাব কিংসের কাছে। তাদের হাতে বেঁচে রয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ টাকা।
ছবিঃ news18
এই ৩ কোটি ৪৫ লক্ষ টাকার সঙ্গে আরও ৫ কোটি অর্থাৎ ৮ কোটি ৪৫ লক্ষ টাকা নিয়ে আইপিএলের নিলামে অংশ নেবে প্রীতি জিন্টার দল ।
ছবিঃ news18
নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে।
ছবিঃ reddit
রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ কোটি ৫৫ লক্ষ, চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লক্ষ টাকা নিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ৫ কোটি ১০ লক্ষ টাকা নিয়ে, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লক্ষ এবং গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে।
লখনউ সুপার জায়ান্টস সব থেকে কম ৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর শুরু হবে আইপিএলের নিলাম।
ছবিঃ Indianexpress
ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই নিলামে আগে থেকে জানাতে হবে আগের ক্রিকেটার না তাঁদের পরিবর্ত ক্রিকেটার, কাকে ধরে রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলি।