FIPRESCI দ্বারা নির্বাচিত ১০টি ভারতীয় সিনেমার মধ্যে বাংলার কোন কোন সিনেমা জায়গা করে নিল?
শ্রীকান্ত মণ্ডল
২২/১০/২০২২
সম্প্রতি India Chapter Of The International Federation of Film Critics (FIPRESCI) ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ১০ টি সিনেমার নাম প্রকাশ করে।
FIPRESCI-এর বিশেষজ্ঞদের মতে, ১০ টি ছবির মধ্যে সেরার সেরা ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের আধারে তৈরি ছবি পথের পাঁচালি।
ফটো ক্রেডিটঃ ABP Ananda
হ্যাঁ আবারও বাংলার জয়জয়কার, 'পথের পাঁচালি (Pather Panchali) ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ছবি - এমনটাই ঘোষণা করেছে International Federation of Film Critics.
ফটো ক্রেডিটঃ ABP Ananda
'পথের পাঁচালি' হল অস্কারজয়ী পরিচালক Satyajit Ray -এর ডেবিউ ছবি। ১৯৫৫ সালে এই সিনেমাটি সম্পূর্ণ করেছিলেন তিনি।
ফটো ক্রেডিটঃ ABP Ananda
এই নিয়ে গোপনে একটি পোল করা হয়, সেখানে FIPRESCI India -র ৩০ জন সদস্য সত্যজিতের প্রথম ছবিকে সেরার স্বীকৃতি দেয়।
ফটো ক্রেডিটঃ ABP Ananda
FIPRESCI India-র পোল অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৬০ সালে মুক্তিপাওয়া ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা'।
ফটো ক্রেডিটঃ ABP Ananda
এই তালিকায় তৃতীয় স্থান দখল করেছে মৃণাল সেনের 'ভুবন সোম' । এবং সপ্তম স্থানে রয়েছে সত্যজিৎ রায়ের Charulata (১৯৬৪)।
ফটো ক্রেডিটঃ ABP Ananda
অর্থাৎ, সেরা ১০টি সিনেমার তালিকায় বাংলার মোট ৩টি সিনেমা স্থান পায়- পথের পাঁচালি, মেঘে ঢাকা তারা এবং চারুলতা।