RuPay Credit Card: রুপে ক্রেডিট কার্ডধারীদের জন্য বড় খবর, UPI লেনদেনে লাগবে না চার্জ!
By Srikanto Mandal
6 Oct, 2022
RuPay ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় খবর। এবার UPI-এ RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে 2,000 টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ লাগবে না।
RBI এর নির্দেশ মেনেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সম্প্রতি RBI UPI-তে ক্রেডিট কার্ড পেমেন্টের অনুমতি দেওয়ার সময় RuPay ক্রেডিট কার্ডও এই তালিকায় স্থান পেয়েছে।
এ ক্ষেত্রে অ্যাপে গ্রাহকদের ক্রেডিট কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া এবং UPI পিন সেট করার জন্য তাদের সম্মতি অবশ্যই প্রয়োজন।
4 অক্টোবর এই সার্কুলার জারি করা হয়েছে। এই বিভাগের জন্য জিরো মার্চেন্ট কনসেশন রেট (MDR) শুধুমাত্র 2,000 টাকার কম এবং সমান লেনদেনের পরিমাণ পর্যন্ত প্রযোজ্য হবে।
কোনও ব্যবসায়ী ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের জন্য ব্যাঙ্ককে দেওয়া চার্জ হল MDR।
যেভাবে ডেবিট কার্ড UPI পেমেন্ট অ্যাপের সঙ্গে লিঙ্ক করা হয়, সেই একই ভাবে Rupay ক্রেডিট কার্ডও UPI পেমেন্ট অ্যাপের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে।
এক্ষেত্রে, UPI পিনও সেট করতে হবে এবং Rupay ক্রেডিট কার্ডকে কার্ড হিসেবে চালু করতে হবে। এই সহজ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, ক্রেডিট কার্ড দিয়ে UPI লেনদেন শুরু করা যাবে।