প্রশ্ন ১ঃ রাইবোজোম গুলি কোন প্রক্রিয়ার কর্মস্থল? ক. প্রোটিন সংশ্লেষ খ. সালোকসংশ্লেষ গ. ফ্যাট সংশ্লেষ ঘ. শ্বসন উত্তরঃ ক. প্রোটিন সংশ্লেষ
প্রশ্ন ২ঃ পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরঃ পিত্ত রস, অগ্ন্যাশয় রস
প্রশ্ন ৩ঃ নীচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? ক. অক্টোপাস খ. স্কুইড গ. ক্লাউন ফিশ ঘ. তিমি উত্তরঃ ঘ. তিমি
প্রশ্ন ৪ঃনিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ক. ভিটামিন A খ. ভিটামিন D গ. ভিটামিন K ঘ. ফলিক অ্যাসিড উত্তরঃ গ. ভিটামিন K
প্রশ্ন ৫ঃউদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? ক. সেলুলোজ খ. কার্বোহাইড্রেট গ. লিপিড ঘ. লিপোপ্রোটিন উত্তরঃ ক. সেলুলোজ
প্রশ্ন ৬ঃ চিংড়ি এবং প্রজাপতিতে কিসের উপস্থিতির কারণে এগুলি একই পর্বের অন্তর্ভুক্ত হয়। উত্তরঃ সংযুক্ত পদ
প্রশ্ন ৭ঃ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক কে ছিলেন? উত্তরঃ অ্যালেক জেফ্রিস
প্রশ্ন ৮ঃ নীচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ? ক. লামিনারিয়া খ. সারগাসম গ. ক্ল্যামাইডোমোনাস উত্তরঃ গ. ক্ল্যামাইডোমোনাস
প্রশ্ন ৯ঃ উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য, সেটি কোনটি? প্যারেনকাইমা উত্তরঃ কোলেনকাইমা
প্রশ্ন ১০ঃএর মধ্যে কোন কোষ অঙ্গাণুটি কোষের 'আত্মঘাতী থলি' নামে পরিচিত? উত্তরঃ লাইসোজোম