প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪১. মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কোন গ্রুপের অন্তর্গত?
উত্তরঃ প্রোটোজোয়ান
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪২ . খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি ? উত্তর: ৩ থেকে ৫ এর মধ্যে
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৩ স্টেপস, মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা হাড় কোন অঙ্গের অংশ? উত্তরঃ কান
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৪. মানব দেহের কোন গ্রহন্তি থেকে রেনিন উৎসেচক ক্ষরিত হয় ? উত্তর: বৃক্ক থেকে
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৫. নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা?
ক. মাছ
খ. কাঁকড়া
গ. চিংড়ি
D. শামুক
উত্তরঃ ক. মাছ
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৬. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত ? ক. 12 জোড়া খ. 10 জোড়া গ. 31 জোড়া ঘ. 22 জোড়া উত্তর: ক. 12 জোড়া
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৭ . কোন হরমোন BMR বৃদ্ধি করে ?
ক. ইনসুলিন খ. অক্সিন গ. থাইরক্সিন ঘ. ইস্ট্রোজেন উত্তর: গ. থাইরক্সিন
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৮. নিচের কোনটি ভাস্কুলার উদ্ভিদের প্রধান কাঠামোগত অক্ষ? ক. থ্যালাস খ. পাতা গ. কান্ড D. ফুল উত্তরঃ গ. কান্ড
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৪৯ . কোশবাদের প্রবর্তক কে ? ক. ওয়াটসন ও ক্লিক খ. স্লেইডেন ও স্বােয়ান গ. ড্যানিয়েল ও ড্যাভসন ঘ. সিঙ্গার ও নিকলসন উত্তর: খ. স্লেইডেন ও স্বোয়ান
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৫
৫০. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ? ক. রবার্ট ব্রাউন খ. রবাট হুক গ. লিউয়েন হক ঘ. স্বোয়ান উত্তর: গ. লিউয়েন হক