প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫১. অ্যাক্টিনোমাইসিট নিচের কোনটির ভালো উৎস?
ক. ভিটামিন
খ. অ্যান্টিহিস্টামাইনস
গ. অ্যান্টিবায়োটিক
D. অ্যান্টিবডি
উত্তর: গ. অ্যান্টিবায়োটিক
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫২. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ? ক. n খ. 2n গ. 3n ঘ. 4n উত্তর: গ. 3n
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৩. নিচের কোন উপাদানটি সজীব ? ক. ট্রাকিয়া খ. ট্রাকিড গ. জাইলেম প্যারেনকাইমা ঘ. জাইলেম তন্তু উত্তর: খ. ট্রাকিড
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৪. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ। ক. যকৃৎ খ. প্লীহা গ. বৃক্ক ঘ. প্যারােটিড গ্রন্থি উত্তর: খ. প্লীহা
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৫. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ? ক. মলাশয় খ. সিকাম গ. ডিওডিনাম ঘ. জেজুনাম উত্তর: খ. সিকাম
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৬. সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি ?
ক. ভেগাস
খ. অপটিক
গ. ফেসিয়াল
ঘ. অডিটরি
উত্তর: ক. ভেগাস
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৭. "রুমেন" নিন্মলিখিত কোনটির অংশ?
ক. পাকস্থলী খ. ক্ষুদ্রান্ত্র গ . বড় অন্ত্র ঘ . যকৃত উত্তরঃ ক. পাকস্থলী
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৮. ভূণমুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায় ?
ক. GA খ. IAA গ. কাইনিন ঘ. ভারনালিন উত্তর: খ. IAA
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৫৯. ১ গ্রাম নিচের কোনটি থেকে সর্বাধিক ATP পাওয়া যায়?
ক. প্রোটিন খ. কার্বোহাইড্রেট গ . চর্বি ঘ . খনিজ
উত্তরঃ গ . চর্বি
প্রশ্ন উত্তরে জীববিদ্যা পর্ব ৬
৬০. কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?
ক. ম্যাগনেসিয়াম
খ. লৌহ
গ. ক্যালসিয়াম
ঘ. ফসফরাস
উত্তর: খ. লৌহ