বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষদের ৬১ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জের পদক  জয় করেন গুরুরাজা পুজারাই।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষদের ৬০ কেজি জুডো বিভাগেব্রোঞ্জের পদক  জয় করেন ভিজয় কুমার যাদব।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের মহিলাদের ৭১ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জের পদক  জয় করেন হারজিন্দর কাউর।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের মহিলাদের ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জয় বিন্দিয়ারানি দেবীর। 

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষদের ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রূপোর পদক  জয় করেন সংকেত মহাদেব সারগার।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগে রূপোর পদক  জয় করেন সুশীলা দেবি লিকমাব্যান। 

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পুরুষদের ৯৬ কেজি ভারোত্তোলন  বিভাগে রূপোর পদক  জয় করেন বিকাশ ঠাকুর।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে  ভারতের হয়ে প্রথম সোনা জয় করেন  মীরাবাঈ চানু। 

ফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। 

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের লন বলসে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। 

কমনওয়েলথ গেমস-২০২২ পুরুষদের ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি।

কমনওয়েলথ গেমস-২০২২ পুরুষদের ভারোত্তোলনের ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন মিজোরামের জেরেমি লালরিনুঙ্গা।

অর্থাৎ এই পর্যন্ত (৩ আগস্ট) ভারত মোট ১২ টি পদক জিতেছে। ৫ টি স্বর্ণ পদক, ৪ টি রূপোর পদক এবং ৩ টি ব্রোঞ্জের পদক।