65 তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স কানাডার Halifax এ শুরু হলো, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওম বিরলা
Daily Current Affairs 21 August, 2022
গুজরাটের হাজিরা তে নতুন গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করলো Larsen & Toubro, প্ল্যান্টটি প্রতদিন ৪৫ কেজি গ্রীন হাইড্রোজেন উৎপাদন করতে সক্ষম।
Daily Current Affairs 21 August, 2022
ভারতের প্রথম গোল্ড এবং সিলভার ETF Fund of Fund (FoF) আনতে চলেছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি Edelweiss Mutual Fund.
Daily Current Affairs 21 August, 2022
বিদেশে প্রথম মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কেটিং অফিস স্থাপন করতে চলেছেন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL)
Daily Current Affairs 21 August, 2022
প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে UEFA ওমেন'স চ্যাম্পিয়ন্স লীগে খেলতে চলেছেন মনীষা কল্যাণ, তিনি পাঞ্জাবের হসিয়ারপুরের বাসিন্ধা।
Daily Current Affairs 21 August, 2022
HDFC ব্যাঙ্ক তাদের প্রথম সম্পূর্ণভাবে মহিলা দ্বারা চালিত ব্রাঞ্চ উত্তর কেরালার কোজিকোডে স্থাপন করলো।
Daily Current Affairs 21 August, 2022
SHG ( Self-Help Groups) এবং FPO (Farmer Producer Organizations) কে সাহায্য করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চ (IIMR) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ফ্লিপকার্ট।
Daily Current Affairs 21 August
ভারত ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ (MPX) সম্পন্ন হলো অস্ট্রেলিয়ার পার্থে।
Daily Current Affairs 21 August, 2022
ভারতের স্টার অলিম্পিক ফুটবল অধিনায়ক Samar 'Badru' Banerjee সম্প্রতি প্রয়াত হলেন। তিনি "বদ্রু" নামে জনপ্রিয় ছিলেন।
Daily Current Affairs 21 August, 2022
ভারতের 7 টি Ancient Artefacts ফেরত দিতে স্কটল্যান্ডের কেলভিংরোভ আর্ট গ্যালারি মিউজিয়াম চুক্তি স্বাক্ষর করলো।