দিঘায় ২০ একর বা ৬০ বিঘা জমি জুড়ে প্রস্তাবিত জগন্নাথ মন্দির নির্মাণের কাজ কবে শেষ হবে?
By Srikanto Mandal
18 Oct, 2022
ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে দিঘা সহ নিকটবর্তী স্থান গুলি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বহু জায়গাতে রাস্তা ধসেও যায়।
ইয়াস পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পর্যটন শিল্পের জোয়াড় আনতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেন।
ইতি পূর্বে দিঘা মেরিন ড্রাইভের উদ্বোধনও করেন তিনি, তবে কিছুদিনের মধ্যই তা বন্ধ হয়ে যায় অসম্পূর্ণ কাজের অভিযোগে।
এবার দিঘা পর্যটন কেন্দ্রে পর্যটক টানতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরি বেড়াতে গেলে এক সাথে সমুদ্র সৈকত ও জগন্নাথ দেবের দর্শন দুই কাজই হয়ে যায়। ষেই কথা মাথায় রেখেই দিঘাতে পর্যটকদের জন্য জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য গত বছর ডিসেম্বর মাসে ১২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল , এটি বেড়ে ২০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
এই প্রকল্প সম্পূর্ণ করতে নির্মাণকারী সংস্থা কে ১৮ মাসের সময় দেওয়া হয়েছে । মৎস মন্ত্রী অখিল গিরি জানান "২০২৩ সালের মধ্যেই এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষ হবে"।
দিঘা রেল স্টেশনের কাছেই ভগি ব্রহ্মপুর মৌজায় কুড়ি একর উঁচু বালিয়াড়ি জায়গায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। ইতিপূর্বে জগন্নাথ মন্দিরের জন্য জায়গার সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে।