নব নির্মিত দিঘা মেরিন ড্রাইভ!-এর প্রথম ঝলক দেখুন, - এখন কয়েক মিনিটেই তাজপুর, মন্দারমণি,শংকরপুর

শ্রীকান্ত মণ্ডল ৯ অক্টোবর, ২০২২

গত বছর ১৮ নভেম্বর নাসার (NASA) মার্স রোভার বা মঙ্গলযান, মঙ্গলগ্রহের মাটি ছুঁয়েছিল। এই মার্স রোভারটির নাম পারসিভের‍্যান্স। 

ছবি: টুইটার

মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচেই এবার পশ্চিমবঙ্গেও গড়ে উঠল দিঘা নতুন মেরিন ড্রাইভ। 

ছবি: টুইটার

মাত্র আধ ঘণ্টা বা তারও কমে দিঘা থেকে শঙ্করপুর চলে যাওয়া যাবে। মুখ্যমন্ত্রী এই রাস্তার নাম দিয়েছেন - 'সৈকত সুন্দরী'।

ছবি: টুইটার

এই রাস্তার মাধ্যমে সমুদ্রের শোভা উপভোগ করতে করতেই দিঘা থেকে কাঁথি পৌঁছানো যাবে। 

ছবি: টুইটার

দিঘা এবং শংকরপুরের দূরত্ব আগের তুলনায় কমে যাওয়ার ফলে দিঘায় আসা পর্যটকরা আরও বেশি করে আশেপাশের ট্যুরিস্ট অঞ্চলগুলি ঘোরার উত্সাহ পাবেন।  

ছবি: টুইটার

রাস্তায় মোট ৩টি সেতু পড়বে  (জলদা, সৌলায় এবং ন্যায়কালীতে)। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে গাড়িতে  তাজপুর থেকে মন্দারমণি যাওয়া যাবে । 

ছবি: টুইটার

দিঘাকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে তোলাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। এই প্রকল্পে মোট ১৭৩ কোটি টাকা খরচ করা হয়েছে। 

ছবি: টুইটার

Share if you liked the Story

Arrow