কবে থেকে শুরু হবে দুয়ারে সরকার' কর্মসূচি? এবারে কি সুবিধা থাকছে? বিস্তারিত জানুন 

শ্রিকান্ত মণ্ডল ১৬ মার্চ, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ সরকার পুনরায়  'দুয়ারে সরকার' কর্মসূচি করতে উদ্যোগী ।

নবান্নে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্য সচিব।

জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক  করার পর প্রত্যেকটি জেলায় ন্যূনতম ছটি করে ভ্রাম্যমান শিবির তৈরি করারও নির্দেশ দিয়েছেন  মুখ্যসচিব।

বিশেষভাবে সক্ষমদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয় সেজন্য ভ্রাম্যমান ক্যাম্পের আয়োজন করা হবে।

তাৎপর্যপূর্ণভাবে এদিন জেলাশাসকদের প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 

দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার , খাদ্যসাথী সহ অন্যান্য ২৫ টি প্রকল্প পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে ।

জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। 

এই ক্যাম্পগুলি সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে https://ds.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। এছাড়া  হেলপ লাইন নম্বরে  (১০৭০/২২১৪-৩৫২৬ ) যোগাযোগ করে এই কর্মসূচি নিয়ে প্রশ্ন করতে পারবেন সাধারণ মানুষ।