পৃথিবীর মোট কয়টি স্তর? সম্প্রতি আবিষ্কৃত হল পৃথিবীর পঞ্চম আরেকটি স্তর?? নতুন স্তরটির নাম কি? 

By Srikanto Mandal 30 Sept, 2022

আমরা  যারা ভূগোল পড়েছি তারা সকলেই জানি যে আমাদের পৃথিবী মোট চারটি স্তর নিয়ে গঠিত অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ গঠণ চার স্তরবিশিষ্ট ।

ছবিঃ Times Now  

এই চারটি স্তর হল যথাক্রমে ক্রাস্ট বা ভূত্বক, ম্যান্টল, আউটার কোর বা বহিঃস্থ কেন্দ্রমণ্ডল এবং ইনার কোর বা অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। এই স্তরগুলো পেঁয়াজের মতো বিন্যস্ত।

ছবিঃ Times Now  

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা আরও একটি নতুন স্তরের  সন্ধান পেয়েছেন।  এই পঞ্চম স্তরটি ইনার কোরের ....

ছবিঃ euronews  

অর্থাৎ অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের ভেতরে অবস্থিত। বিজ্ঞানীদের মতে এই স্তরটাকে ভালোভাবে বুঝতে পারলে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আরও ভালভাবে জানা সম্ভব হবে।

ছবিঃ euronews  

প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পাথুরে কেন্দ্র গঠিত হওয়ার মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়।  ভারী মৌলের সংঘর্ষের গড়ে  ওঠা কেন্দ্রটি দুই স্তরে বিভিক্ত। 

ছবিঃ euronews  

মূলত তরল লৌহ-সংকর ধাতু দিয়ে তৈরি বহিঃস্থ স্তরটি  প্রায়  ১,৩৫৫ মাইল  পুরু।  অন্তঃস্থ কেন্দ্রটির পূরত্ব এর অর্ধেকের মতো, প্রায় ৭৬০ মাইল। এই অংশটিও লোহার সংকর ধাতু দিয়েই গঠিত। 

ছবিঃ euronews  

তবে অন্তঃস্থ কেন্দ্রটির লোহা তরল নয়, কঠিন। আসলে, বহিঃস্থ কেন্দ্রমণ্ডলে তাপ অসম্ভব বেশি হলেও চাপ অতটা বেশি নয়। তাই লোহা এখানে গলে যায়।

ছবিঃ Techspot 

অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলে তাপের পাশাপাশি চাপও অনেক বেশি। এই চাপের ফলে লোহা গলে যেতে পারে না। ধারণা করা হয়, এই অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল-ই পৃথিবীর চৌম্বকক্ষেত্রের জন্য দায়ী।

ছবিঃ Techspot 

পৃথিবীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভূমিকম্প তরঙ্গের গতি নিয়ে গবেষণা করছিলেন।

ওই গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই স্তরটিকে বলা হয় 'ইনারমোস্ট ইনার কোর'। বাংলা অর্থ গভীরতম অভ্যন্তরীণ কেন্দ্র।

ছবিঃ Techspot