মেট্রো রেলের মতো, ট্রেনের গন্তব্য এবং পরবর্তী স্টেশন কোনটি তা জানিয়ে দেওয়ায় জন্য ঘোষণা ব্যবস্থা রয়েছে বহু লোকাল ট্রেনে।
এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল। সোমবার থেকেই বিভিন্ন লোকাল ট্রেনের কামরায় বসছে এলইডি টিভি।
হাওড়া-বর্ধমান লোকালে এই এলইডি টিভি পরিষেবা প্রথম চালু করা হচ্ছে । পরে আরও ৫০টি ট্রেনে এলইডি টিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ট্রেনের প্রতিটি কামরায় ৪টি করে ২৮ ইঞ্চির টিভি বসানো হবে।
এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানের ৭০ শতাংশ থাকবে ওই সংস্থার অনুষ্ঠান।
বাকী ৩০ শতাংশ অনুষ্ঠানে থাকবে রেলের তথ্য সম্বলিত তথ্য। তবে মূল অনুষ্ঠানগুলি হবে যাত্রীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে।
কী থাকবে ওইসব অনুষ্ঠানে? রেল সূত্রে খবর, যেমন পরের স্টেশন কোনটা। কোন স্টেশনে ট্রেন থামবে।
এছাড়াও যাত্রী সুবিধার্থে প্রচার করা হবে আরও বহু তথ্য। ওইসব অনুষ্ঠান থেকে পূর্ব রেলের আয় হবে বছরে ৫০ লাখ টাকা।
আপাতত ৫ বছরের জন্য ওই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল। অর্থাৎ ৫ বছরে মোট ২.৫ কোটি টাকা আয় হবে রেলের।