অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু ফিফার এই ব্যানের জেরে এই বিশ্বকাপ আপাতত আয়োজন করতে পারবে না ভারত।
ফিফার এই ব্যানের ফলে বন্ধ হবে সমস্ত আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ফুটবল সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট থেকে ..
বাদ পড়বে ভারত। জাতীয় দলের খেলা আর হবে না। অতএব , নীল জার্সিতে আপাতত আর দেখা যাবে না সুনীল ছেত্রীদের।
ফিফা ভারতীয় ফুটবলকে ব্যান করলে সমস্যায় পড়তে পড়বেন এখানে খেলতে আসা বিদেশি ফুটবলাররা। কারণ ট্রান্সফার বন্ধ থাকবে।
যে সমস্ত বিদেশি ফুটবলার এখানে বিভিন্ন ক্লাবে খেলছেন তাঁরাও এনওসি নিয়ে অন্য কোনও ক্লাবে সই করতে পারবেন না। অন্য দেশ বা নিজের দেশের লিগেও খেলতে পারবেন না তাঁরা।
ফলে সেই সমস্ত ফুটবলারদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বর্তমানে ভারতের মহিলা দলের অনেক ফুটবলার বিদেশে খেলছেন।
তাঁরাও একই ভাবে সমস্যায় পড়তে পারেন। নতুন করে কোনও ফুটবলার সই করাতে পারবে ভারতের কোনও ক্লাব। সে তিনি স্বদেশী হন বা বিদেশি।
এই নির্বাসন একধাক্কায় কয়েক যুগ পিছিয়ে দিল ভারতীয় ফুটবলকে। কারণ ভারতীয় ফুটবলের ব়্যাঙ্ক ফের শূন্য থেকে শুরু হবে।
আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ জিতে বাইচুং ভুটিয়া থেকে শুরুকরে সুনীল ছেত্রীরা তিলে তিলে যে দলটিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন , ...
আন্তর্জাতিক ফিফা ব়্য়াঙ্কিংয়ে উন্নতির চেষ্টা করেছেন, ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তাদের বদান্যতায় সেসব প্রয়াস জলে গেল। ফের শূন্য থেকে লড়াই শুরু করতে হবে।