জোকা-তারাতলা মেট্রোর প্রথম ঝলক দেখুন!! সাথে রইলো সময়সূচি, ভাড়া এবং স্টেশন সংখ্যা সহ আরও অনেক তথ্য।
By Srikanto Mandal
30 Sept, 2022
মূল প্রকল্প
জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোটি, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের একটি অংশ। জোকা- তারাতলা রুট চালু হলেও বাকি অংশ এখনও নির্মাণ কাজের অধীনে।
ফটোঃ ফেসবুক
উদ্বোধন সূচি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়ালি জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জোকা-তারাতলা রুটের উদ্বোধন করেন ।
ফটোঃ ফেসবুক
ট্রেন সংখ্যা
দিনে মাত্র ১২ টি মেট্রো। আপ অভিমুখে চলবে ছ'টি মেট্রো। ডাউন অভিমুখেও ছ'টি মেট্রো চলবে।
ফটোঃ ফেসবুক
ট্রেনের সময় ও ব্যাবধান
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। প্রান্তিক স্টেশন থেকে প্রতি এক ঘণ্টা অন্তর মেট্রো চলবে।
ফটোঃ ফেসবুক
স্টেশন সংখ্যা
জোকা থেকে তারাতলা ৬.৫ কিলোমিটার দূরত্বের মধ্য মোট ছয়টি স্টেশন- জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
ফটোঃ ফেসবুক
যাত্রী পরিবহণ শুরু কবে?
৩০ ডিসেম্বর উদ্বোধন হলেও সরকারি ভাবে যাত্রী পরিষেবা শুরু হবে আগামী সোমবার অর্থাৎ ২ জানুয়ারি থেকে।
ফটোঃ ফেসবুক
সপ্তাহে কদিন পরিষেবা ?
সোমবার থেকে শুক্রবার সপ্তাহে ৫ দিন এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে, শনিবার এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে।
ফটোঃ ফেসবুক
ভাড়া কত?
সর্বনিম্ন ভাড়া ৫ টাকা আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ভাড়া ৫ টাকা। জোকা থেকে সখেরবাজার আর বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া ১০ টাকা।
ফটোঃ ফেসবুক
জোকা থেকে মেট্রোর সময়
সকাল ১০ টা, সকাল ১১ টা, বেলা ১২ টা, দুপুর ৩ টে, বিকেল ৪ টে এবং বিকেল ৫ টা।
ফটোঃ ফেসবুক
তারাতলা থেকে মেট্রোর সময়
সকাল ১০ টা ৩০ মিনিট, সকাল ১১ টা ৩০ মিনিট, বেলা ১২ টা ৩০ মিনিট, দুপুর ৩ টে ৩০ মিনিট, বিকেল ৪ টে ৩০ মিনিট এবং বিকেল ৫ টা ৩০ মিনিটে।