পরিত্যক্ত ফেলে দেওয়া টায়ার দিয়ে তৈরি কলকাতার প্রথম টায়ার পার্ক! দেখুন কেমন দেখতে পার্কটি
শ্রীকান্ত মণ্ডল
১২ অক্টোবর, ২০২২
রাজ্য সরকারের বিভিন্ন বাসের ডিপোতে প্রচুর পরিত্যক্ত টায়ার পড়ে থাকে সারা বছর। বর্ষার সময় এই টায়ারে জল জমে প্রচুর মশার লার্ভা জন্মায়।
ছবিঃ News18bangla
এই মশার লার্ভা থেকে অনেক রোগ ব্যাধি ছড়ায় সেই জন্য রাজ্য সরকারের মুল পরিকল্পনা ছিল পরিত্যক্ত টায়ার কে বিভিন্ন কাজে লাগিয়ে তা থেকে শিল্প সৃষ্টি করা।
ছবিঃ News18bangla
এবার পরিবহণ নিগমের কর্মীরাই এই টায়ারকে কাজে লাগিয়ে অভিনব এই টায়ার পার্ক নির্মাণ করেছেন। এসপ্ল্যানেড ডিপোকে বেছে নেওয়া হয়েছে এই পার্ক বানানোর জন্য।
ছবিঃ News18bangla
দেশের মধ্যে কলকাতায় প্রথম তৈরি হচ্ছে এই টায়ার পার্ক। পরিবহণ নিগমের বিভিন্ন ডিপো থেকে বাতিল টায়ার এনে তা দিয়ে নানান রকমের জিনিষ তৈরি করা হবে এই টায়ার পার্কে।
ছবিঃ News18bangla
রাজ্য পরিবহণ নিগমের এমডি রাজনবীর সিং জানিয়েছেন, "টায়ার কেটে দোলনা, চেয়ার, টেবিল ও অন্যান্য জিনিষ বানানো হচ্ছে। আমাদের দফতরের কর্মীরাই সময় পেলে নিজেরা এই কাজ করছেন।"
ছবিঃ News18bangla
সুসজ্জিত টায়ার পার্কটি এসপ্ল্যানেড বাস ডিপোতে ধীরে ধীরে সেজে উঠেছে৷ ছোট, বড় মাঝারি ইত্যাদি একাধিক টায়ার নানা ভাবে কেটে একাধিক আকার দেওয়া হয়েছে। তা দিয়েই সেজে উঠেছে গোটা পার্ক।
ছবিঃ News18bangla
টায়ার দিয়েই তৈরি করা হয়েছে দোলনা, চেয়ার, "use me" ডাস্ট বিন, ফুলের টব ইত্যাদি। ডিপোর কর্মীরা , সবাই এজানাচ্ছেনই পার্ক বানানোর কাজে হাত লাগিয়েছে। যে যখনই সময় পেয়েছে।
ছবিঃ News18bangla
রাজ্য জুড়ে পরিবহণ নিগমের একাধিক ডিপো রয়েছে সেখানে বহু বছর ধরে এমনই বাতিল টায়ার পড়ে থাকত। এবার এই অভিনব উদ্দগের ফলে টায়া জনিত সমস্যা কমবে অন্যদিকে সৌন্দর্য্যায়ন সবটাই সম্ভব হবে।