সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯১. কোন উৎসেচক দুধ কে দই তে পরিণত করে ? ক. ল্যাক্টেজ খ. পেপসিন গ. ইনভার্টেজ ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ল্যাক্টেজ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯২. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ক. হিন্দু খ. বৌদ্ধ গ. জৈন ঘ. শৈব
উত্তরঃ বৌদ্ধ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৩. প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ? ক. অজাতশত্রু খ. চন্দ্রগুপ্ত গ. বিম্বিসার ঘ. অশোক
উত্তরঃ চন্দ্রগুপ্ত
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৪. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ? ক. পদ্মনাভন খ. এনি বেসান্ত গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. পিঙ্গালি ভেঙ্কাইয়া
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৫. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? ক. শুঙ্গ খ. নন্দ গ. হর্শঙ্ক ঘ. মৌর্য
উত্তরঃ হর্শঙ্ক
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৬. কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন ? ক. ১৯৩৮ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ. ১৯৪২
উত্তরঃ ১৯৩৯
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৭. কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল ? ক. FOXPRO খ. FORTRAN গ. COBOL ঘ. PASCAL
উত্তরঃ FORTRAN
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৮. Reserve Bank of India -এর সদরদপ্তর কোথায় অবস্থিত? ক. নিউ দিল্লি খ. মুম্বই গ. কোলকাতা ঘ. চেন্নাই
উত্তরঃ মুম্বই
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
৯৯. সম্প্রতি সৃষ্টি গোস্বামী কোন রাজ্যের একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? ক. উত্তরপ্রদেশ খ. উত্তরাখন্ড গ. মধ্যপ্রদেশ ঘ. হিমাচল প্রদেশ
উত্তরঃ উত্তরাখন্ড
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 10
১০০. "স্ট্যাচু অফ ইকুয়ালিটি" কোন শহরে স্থাপিত হচ্ছে? ক. হায়দ্রাবাদ খ. আহমেদাবাদ গ. মুম্বাই ঘ. লখনৌ
উত্তরঃ হায়দ্রাবাদ
GK MCQ PART 9
দেখুন, CLICK HERE