সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১১. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ক. অরবিন্দ ঘোষ
খ. বারীন ঘোষ
গ. ব্যারিস্টার প্রমথনাথ মিত্র
ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তরঃ ব্যারিস্টার প্রমথনাথ মিত্র
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১২. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক পলিমার ?
ক. রবার খ. নাইলন 6-6 গ. PVC ঘ. বেকেলাইট
উত্তরঃ PVC
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৩. আগ্ৰা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক. আলাউদ্দিন খলজী খ. মহম্মদ বিন তুঘলক গ. ফিরোজ শাহ তুঘলক ঘ. সিকান্দার লোদী
উত্তরঃ সিকান্দার লোদী
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৪. দেশরত্ম নামে কে পরিচিত ছিলো ? ক. লালা রাজপথ রায় খ. ডঃ রাজেন্দ্র প্রসাদ গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৫. ককলিয়া কোন কর্নের অংশ ? ক. অন্তঃকর্ণ খ. বহিঃকর্ণ গ. মধ্যকর্ণ ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অন্তঃকর্ণ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৬. কোন কর ব্যবস্থা থেকে ভারত সরকারের আয় সবচেয়ে বেশি হয় ? ক. আয়কর খ. বহিঃশুক্ল গ. কেন্দ্রীয় অন্তঃশুক্ল ঘ. সম্পত্তির কর
উত্তরঃ কেন্দ্রীয় অন্তঃশুক্ল
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৭. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ? ক. বক্সাইট খ. পেট্রোলিয়াম গ. কয়লা ঘ. লৌহ
উত্তরঃ কয়লা
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৮. আমলকী তে সাধারণত কোন এসিড থাকে? ক. টারটারিক এসিড খ. ম্যালিক এসিড গ. অ্যাসকরবিক এসিড ঘ. কার্বনিক এসিড
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১১৯. বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত ? ক. গৌতমী পুত্র সাতকর্ণী খ. অশোক গ. যোগ্যশ্রী সাতকর্ণী ঘ. শিমুক
উত্তরঃ গৌতমী পুত্র সাতকর্ণী
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 12
১২০. নিচের কোন ভিটামিনের অভাবে সহজেই স্কার্ভি রোগ হয়? ক. ভিটামিন B খ. ভিটামিন C গ. ভিটামিন D ঘ. ভিটামিন E
উত্তরঃ ভিটামিন C
GK MCQ PART 11
দেখুন, CLICK HERE