সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫১. চম্পারন সত্যাগ্রহ হয় কত সালে ? ক. ১৯১৭ খ. ১৯৩০ গ. ১৯২০ ঘ. ১৯০৯
উত্তরঃ ১৯১৭
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫২. বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কবে ? ক. ৩১ মে খ. ২ অক্টোবর গ. ৬ জুন ঘ. ১১ জুলাই
উত্তরঃ ৩১ মে
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৩. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? ক. রেনিন খ. টায়ালিন গ. টেনিন ঘ. রেজিন
উত্তরঃ টায়ালিন
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৪. কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ? ক. ওয়ারেন হেস্টিং খ. জনাথন ডানকান গ. ডেভিড হেয়ার ঘ. স্যার ড্রিঙ্ক ওয়াটার বেথুন
উত্তরঃ ডেভিড হেয়ার
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৫. বছরের কোন দিন রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় ? ক. ২৫ মে খ. ১০ নভেম্বর গ. ১৩ জানুয়ারি ঘ. ২৪ অক্টোবর
উত্তরঃ ২৪ অক্টোবর
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৬. বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? ক. জামশেদপুর খ. রাঁচি গ. বিলাসপুর ঘ. রায়পুর
উত্তরঃ রাঁচি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৭. দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেছিলেন কে ? ক. অজাতশত্রু খ. সমুদ্র গুপ্ত গ. বিম্বিসার ঘ. মহাপদ্মনন্দ
উত্তরঃ মহাপদ্মনন্দ
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৮. বাস্কেটবল খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় ? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ১১
উত্তরঃ ৫
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৫৯. কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? ক. ম্যালেরিয়া খ. কলেরা গ. টাইফয়েড ঘ. পিতজ্বর
উত্তরঃ টাইফয়েড
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 16
১৬০. নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ? ক. ইরিডিয়াম খ. ডাইটেরিয়াম গ. ট্রিটিয়াম ঘ. প্রোটিয়াম
উত্তরঃ ইরিডিয়াম
GK MCQ PART 15
দেখুন, CLICK HERE