সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০১.  নিন্মলিখিত দের মধ্যে কে সোমপুর মহাবিহার তৈরি করেছিলেন ? ক.  কুমারগুপ্ত   খ. হর্ষ গ. ধর্মপাল   ঘ.  বিজয়সেন

উত্তরঃ ধর্মপাল

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০২. আকবরের দরবারে প্রবেশকারী প্রথম ইংরেজ ছিলেন -   ক. রল্ফ ফিঞ্চ   খ.  স্যার টমাস রো   গ.  জন হকিন্স ঘ. পিটার মুন্ডি

উত্তরঃ রল্ফ ফিঞ্চ

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৩.  একমাত্র মহিলা হিসাবে রাজিয়া সুলতানা কোন সালে দিল্লির সিংহাসনে বসেন ? ক.  ১২৩৬ খ. ১২৪০ গ.  ১২৬০ ঘ. ১২৬৬

উত্তরঃ ১২৩৬ 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৪. ভিটামিন C কোনটির শোষণে সাহায্য করে ? ক. আয়োডিন খ. সোডিয়াম গ. আয়রন ঘ. ক্যালশিয়াম

উত্তরঃ আয়রন

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৫.  দ্বিতীয় আঙলো-মাইশোর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?   ক. লর্ড কর্ণওয়ালিস খ. লর্ড ওয়েলেসলি গ. ওয়ারেন হেস্টিংস ঘ. স্যার জন শোর

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৬.  নিম্নের কোন শংকর ধাতুতে তামা উপস্থিত ? ক. সোল্ডার খ. গান মেটাল গ. টাইপ মেটাল ঘ. ম্যাগনেলিয়াম

উত্তরঃ গান মেটাল

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৭.  রক্তে উপস্থিত শ্বাস রঞ্জক টি হলো  ? ক. হিমোগ্লোবিন খ. ফুকোসান্থিন গ. হিমোসায়ানিন ঘ. হিমোরিথ্রিন

উত্তরঃ হিমোসায়ানিন

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৮.  উজ্জ্য়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? ক. সরস্বতী খ. গঙ্গা গ. শিপ্রা ঘ. কৃষ্ণা

উত্তরঃ শিপ্রা

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২০৯.  চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন -? ক. সুন্দরলাল বহুগুনা খ. মেধা পাটেকর গ. স্বামী সুন্দরানন্দ ঘ. বাবা আমতে 

উত্তরঃ সুন্দরলাল বহুগুনা

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 21

২১০.  অস্টিওম্যালেসিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ? ক. ভিটামিন A খ. ভিটামিন D গ. ভিটামিন E ঘ. ভিটামিন K

উত্তরঃ ভিটামিন D