সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩১. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি  ?  ক. ৬ খ. ৮ গ. ৭ ঘ. ৯

উত্তরঃ ৮ টি 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩২.  কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত  ? ক. অন্ধ্রপ্রদেশ খ. ত্রিপুরা গ. জম্মু-কাশ্মীর ঘ. মহারাষ্ট্র

উত্তরঃ জম্মু-কাশ্মীর

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৩. আধিঁ নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে  ?   ক. পাঞ্জাব খ. মধ্যপ্রদেশ গ. উত্তর প্রদেশ ঘ. রাজস্থান

উত্তরঃ  রাজস্থান

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৪. ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন  ? ক. গঙ্গা খ. শতদ্রু গ. বিপাশা ঘ. ইরাবতী

উত্তরঃ শতদ্রু

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৫.  কফির পাত্র কাকে বলা হয়  ? ক. কর্ণাটক খ. দার্জিলিং গ. আসাম ঘ. অন্ধ্র প্রদেশ

উত্তরঃ কর্ণাটক

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৬. নিচের কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত ? ক. রত্নাবলী খ. নাগানন্দ গ. প্রিয়দর্শিকা ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৭. গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন ? ক. পাঠানকোট খ. লাহোর গ. চন্ডিগড় ঘ. তালবন্দি

উত্তরঃ তালবন্দি

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৮. রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর কোথায় অবস্থিত  ?   ক. জেনি ভাই খ.  নিউইয়র্কে গ. রোমে ঘ. ওয়াশিংটন

উত্তরঃ নিউইয়র্কে

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৩৯.  আন্তর্জাতিক শ্রম সংস্থা (labor organization ) এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত  ? ক. জেনেভা খ. নিউইয়র্ক গ. রোম ঘ. বেজিং

উত্তরঃ জেনেভা

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 4

৪০. কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো একটি ? ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার

উত্তরঃ সফটওয়্যার