৫১. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? ক. ১৪টি খ. ১৫টি গ. ১৭টি ঘ. ১৮টি
৫২. বিশ্ব ক্যান্সার দিবস কোন দিনটিতে পালন করা হয়? ক. ১ জানুয়ারী খ. ৪ ফেব্রুয়ারী গ. ১৫ মার্চ ঘ. ৭ এপ্রিল
৫৩. ভারতের পেট্টোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? ক. নাগপুরে খ. দেরাদূন গ. কোলকাতায় ঘ. চেন্নাইয়ে
৫৪. সীমান্তগান্ধী (Frontier of Gandhi)কাকে বলা হয়? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. খান আব্দুল গফ্ফর খান গ. চিত্তরঞ্জন দাস
৫৫. ভারতের নাইটেঙ্গেল (Nightingale of India)কাকে বলা হয়? ক. বিকাজি কামা খ. মাদার টেরেজা গ. মাতঙ্গিনী হাজরা ঘ. সরোজিনী নাইডু
৫৬. মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. খান আব্দুল গফ্ফর খান গ. চিত্তরঞ্জন দাস ঘ. এ.পি.জে আব্দুল কালাম
৫৭. ভারতের ১৬তম লোকসভার স্পিকার কে ? ক. ওম বিড়লা খ. সুমিত্রা মহাজন গ. মীরা কুমার ঘ. সোমনাথ চট্টোপাধ্যায়
৫৮. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল ? ক. ১৪ বার খ. ১৬ বার গ. ১৭ বার ঘ. ১৯ বার
৫৯. ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি ? ক. এয়ার চিফ মার্শাল খ. মেজর জেনারেল গ. ফিল্ড মার্শাল ঘ. ব্রিগেডিয়ার জেনারেল
৬০. রাণীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? ক. অজয় খ. চূর্ণী গ. দামোদর ঘ. জলঙ্গী