সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
১. নিম্নলিখিত কার অনুগামীদের 'ব্ল্যাক শার্ট' বলা হত ? ক. হিটলার খ. আলেকজান্ডার গ. বিসমার্ক ঘ. মুসোলিনি
উত্তরঃ মুসোলিনি
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
২. ভারতের সংবিধান অনুযায়ী এক বছরে কমপক্ষে কতবার লোকসভার অধিবেশন বাধ্যতামূলক ? ক. চারবার খ. তিনবার গ. দুইবার ঘ. একবার
উত্তরঃ দুইবার
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৩. ফুটবল ডুরান্ড কাপ প্রতিযোগিতা প্রথম কোথায় শুরু হয়েছিল ? ক. দেরাদুন খ. সিমলা গ. কানপুর ঘ. কলকাতা
উত্তরঃ সিমলাইবার
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৪. মানুষের স্বাভাবিক রক্ত— ক. আম্লিক খ. ক্ষারীয় গ. প্রশমিত ঘ. পরিবর্তনশীল
উত্তরঃ ক্ষারীয়
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৫. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ? ক. খিলজি বংশের একজন সুলতান খ. একজন সুফি সন্ত গ. গিয়াসুদ্দিন বলবনের একজন মন্ত্রী ঘ. কোনোটিই না
উত্তরঃ একজন সুফি সন্ত
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৬. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ? ক. লিয়াকৎ আলি খান খ. লিয়াকৎ হোসেন গ. মহম্মদ আলি ঘ. এ.কে. আজাদ
উত্তরঃ লিয়াকৎ আলি খান
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৭. 'Astronomy' means study of the ক. Moon খ. Stars গ. Sky ঘ. Sun
উত্তরঃ Stars
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৮. Regicide means
ক. Murder of a father
খ. Murder of a king
গ. Murder of brother
ঘ. Murder of a sister
উত্তরঃ Murder of a king
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
৯. গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় ? ক. গুজরাট খ. ছত্তিশগড় গ. রাজস্থান ঘ. উত্তরপ্রদেশ
উত্তরঃ গুজরাট
সাধারণ জ্ঞান
(GK) MCQ part 7
১০. হুতোম প্যাঁচা - ছদ্মনামে নিম্নের কে পরিচিত ? ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
GK MCQ PART 6
দেখুন, CLICK HERE