সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

১.  মানব উন্নয়ন রিপোর্ট (HDI) প্রথম কবে প্রকাশিত হয় ? ক. ১৯৫৫ খ. ১৯৫৭ গ. ১৯৯০ ঘ. ১৯৯১

উত্তরঃ ১৯৯০

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

২. আর্য কথাটির অর্থ কি  ? ক. জ্ঞান খ. মৃতের স্তুপ গ. পদমর্যাদা ঘ. সিংহ

উত্তরঃ জ্ঞান

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৩. খাদ্য নিরাপত্তা ও গুণমান সংক্রান্ত আইন পাস হয় কত খ্রিস্টাব্দে ? ক. ২০০৪ খ. ২০০৫ গ. ২০০৬ ঘ. ২০০৭

উত্তরঃ ২০০৬ 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৪. ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া প্রথম রচনা করেন কে  ? ক. জহরলাল নেহেরু খ. রাজেন্দ্র প্রসাদ গ. সর্বপল্লী রাধাকৃষ্ণ ঘ. এপিজে আব্দুল কালাম

উত্তরঃ জহরলাল নেহেরু 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৫. জালিওনাবাগ এর হত্যাকাণ্ড কোন ভাইসরের সময়ে হয়েছিল  ? ক. লর্ড জেমসফোর্ড খ. লর্ড রিপন গ. লর্ড লিটন ঘ. লর্ড এলগিন

উত্তরঃ লর্ড জেমসফোর্ড

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৬. রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকে কার কাছে? ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. মুখ্যমন্ত্রী ঘ. উপরাষ্ট্রপতি

উত্তরঃ রাষ্ট্রপতি 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৭. রাজ্যসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ?   ক. ২৪৫ খ. ২৩৮ গ. ৩৫৫ ঘ. ২৪৪

উত্তরঃ ২৩৮ 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৮. উপলব্ধি এটি কার জীবনীকার? ক. মালালা ইউসুফজাই খ. মমতা বন্দ্যোপাধ্যায় গ. বেরিজ বেকার ঘ. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উত্তরঃ মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

৯.  নিম্নের কোন রাজ্যে সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ? ক. অন্ধ্রপ্রদেশ খ. মধ্যপ্রদেশ গ. ঝাড়খন্ড ঘ.  উড়িষ্যা 

উত্তরঃ উড়িষ্যা 

সাধারণ জ্ঞান  (GK) MCQ part 1

১০. আব্দুল হামিদ লাহিড়ী কোন গ্রন্থের লেখক  ? ক. তুজুক-ই-জাহাঙ্গীরী খ. আইন ই আকবরী গ. পাদশাহনামা ঘ. কোনোটি না 

উত্তরঃ তুজুক-ই-জাহাঙ্গীরী