Google Maps, ভারতে পুনরায় Street View ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লি সহ দেশের 10টি শহরে আপাতর স্ট্রিট ভিউ ফিচার নিয়ে আসছে জনপ্রিয় নেভিগেশন সংস্থাটি।
স্ট্রিট ভিউ ফিচারে শহরগুলির রাস্তায় ভার্চুয়ালি গাড়ি চালিয়ে ঘোরা যাবে। বুধবার থেকেই এই ফিচার ব্যবহার করতে পারবেন Google Maps গ্রাহকরা।
এতদিন বিশ্বের অন্যান্য দেশে এই ফিচার থাকলেও ভারতের গ্রাহকরা এতদিন Google Maps Street View ব্যবহার থেকে বঞ্চিত হতেন।
বুধবার থেকে দেশের ১০ টি শহরে এই এই ফিচারের মাধ্যমে ভার্চুয়ালি ভ্রমণ করা যাবে। মার্কিন সংস্থা জানিয়েছে ২০২২ সালের মধ্যে ভারতের ৫০টি শহরে স্ট্রিট ভিউ শুরু হয়ে যাবে।
Google জানিয়েছে জেনেসিস ইন্টারন্যাশনাল ও টেক মহিন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে রাস্তার ছবি তোলার কাজ শুরু হয়েছে।
Google জানিয়েছে এই প্রথম কোন দেশে সম্পূর্ণ স্থানীয় সংস্থার সাহায্য নিয়ে রাস্তার ছবি তোলার কাজ করা হয়েছে।
Google জানিয়েছে এই ফিচারের জন্য ছবি তুলতে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, পুনে, নাসিক, ...
ভদদোরা, আহমেদাবাদ ও অমৃতসরের রাস্তায় মোট 150,000 km গাড়ি চালিয়েছে জেনেসিস ইন্টারন্যাশনাল ও টেক মহিন্দ্রা।
স্মার্টফোন ও কম্পিউটার থেকে Google Maps গ্রাহকরা Street View ফিচার ব্যবহার করতে পারবেন। এই 10টি শহরের যে কোন রাস্তায় জুম করে সরাসরি স্ট্রিট ভিউ মোডে চলে যাওয়া যাবে।
Google জানিয়েছে নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা স্থানীয় ক্যাফে, রেস্তোরাঁ ও অন্যান্য জায়গা সম্পর্কে আরও বিস্তারে জানতে পারবেন।