Higher Secondary 2022: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ফের বদলের সিদ্ধান্ত, বড় ঘোষণা সংসদের
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নির্দেশি জারী করে সমস্ত স্কুল গুলিকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে পুনরায় বদলের কথা জানিয়েছে।
এই নির্দেশিকায় প্রশ্নপত্রে কী কী পরিবর্তন আনা হয়েছে, তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল. পার্ট এ এবং পার্ট বি আলাদা করে থাকবে না উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রে।
একটিই প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের উত্তর লিখতে হবে। অর্থাৎ, একটিই প্রশ্নপত্রে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সমস্ত প্রশ্ন থাকবে।
সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের।
আগের প্রশ্নপত্রের থেকে এবার প্রশ্নপত্র অনেকটাই সরল হবে বলে মনে করছে শিক্ষা সংসদ।
এতদিন প্রশ্নপত্রের Part A- তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হতো। আর Part B-তে থাকত সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন।প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করএ দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হতো।
কিন্তু এই ব্যবস্থা এবার থেকে আর থাকবে না। সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে নির্দেশিকা দিয়ে।
পুজো মিটলেই বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষা প্রস্তুতি নিয়ে বৈঠকে যাবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা।
সংসদের তরফে বলা হয়েছে পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। এবং কোন বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে ।