সাধারণত আমরা মনে করি ৭৭৬ কোটির বেশি লোকের বসবাসকারী এই পৃথিবী খুবই বিশাল কিন্তু এটি আসলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে একটি বিন্দু মাত্র।
বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং সূর্য থেকে পঞ্চম গ্রহ। বৃহস্পতির ব্যাসার্ধ প্রায় ৭০০০০ কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার।
বৃহস্পতির ভর আমাদের সৌরজগতের অন্য সব গ্রহের থেকে আড়াই গুণ বেশি। এই বিশাল আকাররের জন্য এটিকে "কিং অফ দ্য প্ল্যানেট" নামে অভিহিত করা হয়।
বৃহস্পতি হল চাঁদ এবং শুক্রের পরে পৃথিবীর রাতের আকাশে তৃতীয় উজ্জ্বল প্রাকৃতিক বস্তু এবং এটি প্রাগৈতিহাসিক কাল থেকে পরিলক্ষিত হচ্ছে।
সপ্তম বা অষ্টম শতাব্দীতে ব্যাবিলনীয়রা বৃহস্পতি গ্রহ আবিষ্কার করেছিল। এই গ্রহের নামকরণ করা হয় রোমান দেবতা জুপিটারের নামে।
আমাদের সৌরজগতের যেকোন গ্রহের তুলনায় বৃহস্পতি গ্রহে দিন সবচেয়ে কম স্থায়ী হয়, মাত্র ৯ ঘন্টা ৫৫ মিনিট।
বৃহস্পতির ১ বছর পৃথিবীর চেয়ে অনেক বেশি, সূর্যের চারদিকে পুরোপুরি ঘুরতে পৃথিবীর ৩৬৫.২৬ দিন সময় লাগে সেখানে বৃহস্পতির ১১.৮ বছর সময় লাগে।
যদি আমরা বৃহস্পতি এবং পৃথিবীর ব্যাসার্ধের তুলনা করি, তাহলে বৃহস্পতি হল ১১ টি পৃথিবীর সমান অর্থাৎ মোট ১১ টি পৃথিবী, বৃহস্পতির মধ্য ধরে যাবে
বৃহস্পতির ব্যাস প্রায় ১,৪২,৮০০ কিলোমিটার। এর আয়তন ১.৪৩১৩ * ১০^১৫ ঘনকিলোমিটার, যা পৃথিবীর আয়তনের চেয়ে প্রায় ১৩২১ গুণ বড়।
অর্থাৎ, যদি পৃথিবী এবং বৃহস্পতির আয়তনের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর দিতে হয়, তবে আশ্চর্যজনক ভাবে ১৩০০ পৃথিবী বৃহস্পতির অভ্যন্তরে ঢুকে যেতে পারে।