মানুষের চোখ কত MP-র জানেন কি? মানবদেহ সম্পর্কে ৮ টি বিস্মময়কর তথ্য জানুন 

শ্রীকান্ত মণ্ডল ৭ ডিসেম্বর, ২০২২

ফটোঃ Pixabay  

মানুষের দাঁতের এনামেল হল আমাদের শরীরের সবথেকে শক্ত জিনিস যা হাঙরের দাঁতের মতোই শক্তিশালী।

বিজ্ঞানীদের অনুমান, আমাদের নাক এক ট্রিলিয়ন অর্থাৎ ১ লাখ কোটি বিভিন্ন ধরণের ঘ্রাণ শনাক্ত করতে পারে।

আমাদের মুখ থেকে প্রতিদিন প্রায় এক লিটার লালা উৎপন্ন হয়!

বিজ্ঞানী ও ফটোগ্রাফার ডঃ রজার ক্লার্কের মতে, মানুষের চোখের রেজল্যুশন হল ৫৭৬ মেগাপিক্সেল।

আমদের প্যাঁচানো ক্ষুদ্রান্ত্রটি লম্বা করে সাজালে এটি  প্রায় 23 ফুট লম্বা হবে।

এই পৃথিবীতে যত মানুষ আছে প্রতেকের ফিঙ্গার প্রিন্ট এবং জিভের প্রিন্ট আলাদা।

কর্নিয়া, চোখের সামনের স্বচ্ছ অংশই একমাত্র অংশ যেখানে রক্ত সরবরাহ হয় না , সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়।

মানবদেহের দীর্ঘতম কোষ হল মোটর নিউরন এবং ক্ষুদ্রতম কোষ হল পুরুষের শুক্রাণু কোষ।