দেশে শুধুমাত্র ১ টাকার নোট ছাপে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বাকি সমস্ত নোটই ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক। তবে ১ টাকা থেকে ২০০০ টাকা— সব নোটই বাজারে আসে রিজার্ভ ব্যাঙ্ক মারফত।
ভারতে মোট চারটি জায়গায় নোট ছাপানো হয়। এই চারটি জায়গার মধ্যে দু’টি কেন্দ্রীয় সরকারের এবং দু’টি রিজার্ভ ব্যাঙ্কের অধিনে।
রিজার্ভ ব্যাঙ্কের দু’টি নোট ছাপাখানার একটি পশ্চিমবঙ্গের শালবনিতে আর অন্যটি কর্নাটকের মাইসুরুতে। কিন্তু জানেন কি দেশের কত টাকার নোট ছাপতে কত খরচ টাকা খরচ হয়?
একটি ১০ টাকার বা ৫০ টাকার নোট ছাপতে খরচ হয় ১ টাকা ১ পয়সা, ২০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ১ টাকা। ১০০ টাকার এক একটি নোট ছাপতে খরচ পড়ে দেড় টাকার মতো (১ টাকা ৫১ পয়সা)।
রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০০ টাকার এক একটি নোট ছাপতে খরচ পড়ে ২ টাকা ৯৩ পয়সা, যেখানে একটি ৫০০ টাকার নোট...
ছাপতে খরচ হয় মোটামুটি ২ টাকা ৯৪ পয়সা। এবং ২০০০ টাকার গোলাপি নোট ছাপতে রিজার্ভ ব্যাঙ্কের খরচ হয় ৩ টাকা ৫৪ পয়সা।
অর্থাৎ, ৫০০ টাকার একটি নোট ছাপানোর থেকে ২০০০ টাকার একটি নোট ছাপতে ৬০পয়সা বেশি খরচ হয় রিজার্ভ ব্যাঙ্কের।
আরও ভালো করে হিসাব করলে দেখা যাবে ৪ টে ৫০০ টাকার নোট ছাপতে ১১ টাকা ৭৬ পয়সা খরচ হবে সেখানে একটি ২০০০ টাকার নোট ছাপতে ৩ টাকা ৫৪ পয়সা খরচ হচ্ছে।
অর্থাৎ, নোটের মূল্যর ভিত্তিতে ২০০০ টাকার নোট ছাপতে খরচ কম।তবে ২০০০ টাকার নোট ভাঙানোর অসুবিধের জন্য রিজার্ভ ব্যাংক ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিচ্ছে।