১০ জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আগামীকাল সকালে উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা প্রকাশ করা হবে। বেলা ১২টা  নাগাদ মাধ্যমিকের ফলাফল নির্দিষ্ট ওয়েবসাইটে লাইভ করা হবে।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল এবং পরীক্ষা শেষ হয় ২৭ এপ্রিলে । এবছরে  পরীক্ষায় বসেছিলেন মোট ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। 

এ বছর ছাত্রদের তুলনায় প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন। করোনার কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি।  

এ বার নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা  করা হয়।  ছাত্রছাত্রীরা তাদের  নির্দিষ্ট সেন্টার বা হোম সেন্টার থেকে  রেসাল্টের  হার্ড কপি সংগ্রহ করতে পারবে।  

ছাত্রছাত্রীরা মোট ২টি ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন।   wbchse.nic.in wbresults.nic.in 

শুক্রবার ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে , কিভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন? স্টেপ বাই স্টেপ প্রসেস জানুন   

প্রথমে গুগল সার্চ থেকে wbchse.nic.in  অথবা wbresults.nic.in  সাইটে যেতে হবে। সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

তারপরেই সংশ্লিষ্ট পড়ুয়ার রেজাল্টের নম্বর ওয়েবসাইটে দেখানো হবে, কোনও পড়ুয়া চাইলে সেটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এবং ভবিষ্যতের জন্য সেটার printout -ও বার করে নিতে পারেন।

অ্যাপের মাধ্যমেও জানতে পারবেন রেজাল্ট।  এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে WBCHSE Results 2022 এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে সেখানে নিজের মোবাইল নম্বর এবং নাম, বিষয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এর পরে ফের একবার মোবাইল নম্বর, নাম , মেল, বিষয় দিতে হবে। একবার রেজাল্ট লাইভ হলে রোল নম্বর দিয়ে এই অ্যাপেই আপনি আপনা রেজাল্ট দেখতে পারবেন।