উত্তর পূর্ব ভারতের বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ চিনাব ব্রিজ থেকে শুরু করে পাম্বান দ্বীপের ভার্টিক্যাল লিফট ব্রিজ সব ব্যাপারেই অসাধ্য সাধন করেছে রেল।
এবার ভারতীয় রেল আরও একটি অসাধ্য সাধন করতে চলেছে, এবারে জলের ৩৩ মিটার তলা দিয়ে চলবে মেট্রো। প্রায় ৯০% কাজ সম্পূর্ণ করেছে ভারতীয় রেল।
শীঘ্রই পশ্চিমবঙ্গের কলকাতার হুগলি নদীর তল দিয়ে ছুটবে ভারতের প্রথম ডুবো ট্রেন। অনেক অপেক্ষার পর এবার জলদিই জনগণের জন্য শুরু হতে চলেছে এই পরিষেবা।
এই বিষয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দেশের চমৎকার ইঞ্জিনিয়ারিং-এর উদাহরণ দিয়ে এবার এই ট্রেনটিই হয়ে উঠবে ভারতীয় রেলের ধারাবাহিক অগ্রগতির প্রতীক।
কলকাতা মেট্রোর এই নতুন লাইনে শীঘ্রই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর-৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইন।
ভারতীয় রেলওয়ের অধীনে থাকা কলকাতা মেট্রো করপোরেশন এবং রেলওয়ে এই পুরো প্রকল্পের জন্য খরচ করেছে ৮ হাজার কোটিরও বেশি ব্যয় করেছে।
এর ফলে ভারতে প্রথমবারের মতো নদীর অভ্যন্তরে একটি রেলওয়ে টানেল তৈরি করা হচ্ছে। এখানে আপ এবং ডাউন লাইনে দুটি টানেল তৈরি করা হচ্ছে, যা কিনা প্রায় ১.৪ কিমি লম্বা।
এই টানেলের মোট দৈর্ঘ্য ৫২০ মিটার এবং এইমেট্রো নদীর তলদেশ দিয়েও নিত্য যাতায়াত শুরু করবে।২০২৩ সালের মধ্যে জনগণের জন্য এটি রেডি হয়ে যাবে।
এটিই হল ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যা কলকাতাকে হুগলী নদীর ওপারের অন্যতম ব্যাস্ত ষ্টেশন হাওড়ারার সাথে যুক্ত করবে।