বর্তমানে ভারতীয় নোট ছাপানো হয় 5, 10, 20, 50, 100, 200, 500 ও 2000 টাকার। এই সবকটি নোটই লেনন, তুলো দিয়ে তৈরি করা হয়।
রুপির উপাদান!! আপনার ওয়ালেটে সেই কারেন্সি নোট তৈরি করতে কোন উপাদান ব্যবহার করা হয় তা কখনও ভেবে দেখেছেন?
আপনি কি ভাবছেন পেপার কাগজ দিয়ে বানানো হয়? না এদমই না, কারণ পেপারের আয়ু খুবই কম, পেপার খুব সহজেই নষ্ট হয়ে যায়।
ভারতের রিসার্ভ ব্যাংক- এর মতে এই কারেন্সি নোট বানাতে ব্যাবহার করা হয় কটন অর্থাৎ তুলো। পেপারের থেকে তুলো অনেক টেঁকসই।
তবে শুধুমাত্র তুলো দিয়েই এই কারেন্সি নোট বানানো হয় না । তুলোর সাথে লিনেন নামক একপ্রকারের প্রাকৃতিক ফাইবার মেশানো হয়।
এই তুলো এবং তুলোর মতো আর একটি প্রাকৃতিক ফাইবার লিনেন 75:25 রেশিও তে মিশিয়ে নোট বানানোর কাজে ব্যাবহার করা হয়।
এই কটন এবং লিনেন এর সাথে একপ্রকারের জিলিটিন আঠা মেশানো হয় যেটি নোট গুলিকে আরও মজবুত এবং দীর্ঘায়ু করে তোলে।
কটনের ব্যাবহারে এইসব সুবিধা পাওয়ার জন্য শুধুমাত্র ভারতেই নয় পৃথিবীর অন্যান্য দেশে কারেন্সি নোট তৈরিতে কটনের ব্যাবহার করা হয়।
এই কারণেই সাধারণ কাগজ জলে ভিজলে সেটি ছিঁড়ে যায় কিন্তু টাকা জলে ভিজলে সহজে ছেঁড়ে না। ভেজা টাকা রোদে শুকালেই আবার আগের মতো কড়কড়ে হয়ে যায়।