ভারতের ভূগোল
MCQ part 10
৯১. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ? ক. ভাকরা খ. মাইথন গ. সিদ্ৰাপং ঘ. শিবসমুদ্রম
উত্তর: সিদ্ৰাপং
ভারতের ভূগোল
MCQ part 10
৯২. ভারতের প্রথম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি ? ক. শিবসমুদ্রম্ খ. পানিপথ গ. নারোরা ঘ. তারাপুর
উত্তর: তারাপুর
ভারতের ভূগোল
MCQ part 10
৯৩. পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী (River of horrors) বলা হয় ? ক. জলঢাকা খ. দামােদর গ. রূপনারায়ণ ঘ. তিস্তা
উত্তর: তিস্তা
ভারতের ভূগোল
MCQ part 10
৯৪. পিছলা হ্রদ কোন শহরে অবস্থিত ? ক. যোধপুর খ. উদয়পুর গ. জয়পুর ঘ. হায়দ্রাবাদ
উত্তর: উদয়পুর
ভারতের ভূগোল
MCQ part 10
৯৫. ভারতের কোন রাজ্য পূর্বে নেফা (North - East Frontier Agency) নামে পরিচিত ছিল ? ক. নাগাল্যাণ্ড খ. অসম গ. সিকিম ঘ. অরুণাচল প্রদেশ
উত্তর: অরুণাচল প্রদেশ
ভারতের ভূগোল
MCQ part 10
৯৬.‘ দক্ষিণ ভারতের কাশী ’ কোন শহরকে বলে ? ক. মাদুরাই খ. রামেশ্বরম C) কন্যাকুমারিকা ঘ. পণ্ডিচেরী
উত্তর: মাদুরাই
ভারতের ভূগোল
MCQ part 10
৯৭. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি অন্য রাজ্যের সাথে স্পর্শ করেছে ক. মধ্যপ্রদেশ খ. মহারাষ্ট্র গ. আসাম ঘ. বিহার
উত্তর: আসাম
ভারতের ভূগোল
MCQ part 10
৯৮. ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হল ক. সাতপুরা খ. নীলগিরি গ. বিন্ধ্যপর্বত ঘ. আরাবল্লী
উত্তর: আরাবল্লী
ভারতের ভূগোল
MCQ part 10
৯৯. পালঘাট যে দুটি রাজ্যকে যুক্ত করেছে ক. সিকিম ও পশ্চিমবঙ্গ খ. মহারাষ্ট্র ও গুজরাট গ. কেরালা ও তামিলনাড়ু ঘ. অরুনাচল প্রদেশ ও সিকিম
উত্তরঃ কেরালা ও তামিলনাড়ু
ভারতের ভূগোল
MCQ part 10
১০০. পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মিলনস্থল হল ক. জাভেদি পর্বত খ. আনাইমালাই পর্বত গ. নীলগিরি পর্বত ঘ. পালনি পর্বত
উত্তরঃ নীলগিরি পর্বত
ভারতের ভূগোল
MCQ part 10
ভারতের ভূগোল MCQ part 9 দেখুন এখান থেকে।
এখানে ক্লিক করুন