ভারতের ভূগোল  MCQ part 12

১১১. ডালহৌসি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? ক. উত্তরাখন্ড খ. উত্তরপ্রদেশ গ. হিমাচলপ্রদেশ ঘ. জম্মু ও কাশ্মীর

উত্তরঃ  হিমাচলপ্রদেশ

ভারতের ভূগোল  MCQ part 12

১১২.  কোন রাজ্য কে ভারতের মশলার বাগান বলা হয়? ক. পশ্চিমবঙ্গ খ. কেরালা গ. তামিলনাড়ু ঘ. কর্ণা টকর্ণা

উত্তরঃ কেরালা

ভারতের ভূগোল  MCQ part 12

১১৩. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হল__ ক. বিহারীনাথ খ. পরেশনাথ গ. রাজমহল ঘ. মহাবালেশ্বর

উত্তরঃ পরেশনাথ

ভারতের ভূগোল  MCQ part 12

১১৪. হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? ক. নর্মদা খ. গোদাবরী গ. কৃষ্ণা ঘ. মহানদী

উত্তরঃ  মহানদী

ভারতের ভূগোল  MCQ part 12

১১৫. ভারতের উচ্চতম শহর কোনটি ? ক. সিমলা খ. দার্জিলিংর্জিলিং গ. হরিদ্বার ঘ. লেহ

উত্তরঃ লেহ

ভারতের ভূগোল  MCQ part 12

১১৬. দক্ষিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল__ ক. নীলগিরি খ. দোদাবেতা গ. আনাইমুদি ঘ. কোনটিই নয়

উত্তরঃ আনাইমুদি

ভারতের ভূগোল  MCQ part 12

১১৭. নিম্নলিখিত কোন রাজ্যে নাগা ও কোহিমা পাহাড় অবস্থিত? ক. মেঘালয় খ. মিজোরাম গ. মনিপুর ঘ. নাগাল্যান্ড

উত্তরঃ নাগাল্যান্ড   

ভারতের ভূগোল  MCQ part 12

১১৮. বিহারের দুঃখ বলা হয় কোন নদী কে ? ক. গঙ্গা খ. দামোদর গ. শোন ঘ. কোশ

উত্তরঃ   শোন

ভারতের ভূগোল  MCQ part 12

১১৯. কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? ক. অরুণাচল প্রদেশ খ. মিজোরাম গ. মণিপুর ঘ. সিকিম

উত্তরঃ সিকিম

ভারতের ভূগোল  MCQ part 12

১২০. নিম্নলিখিত কোন ফসল খরিফ ফসলের উদাহরণ? ক. ছোলা খ. কার্পাস গ. মটর ঘ. গম

উত্তরঃ কার্পাস

ভারতের ভূগোল  MCQ part 12

ভারতের ভূগোল MCQ part ১১ দেখুন এখান থেকে।পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ।