১১. কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ এটি কোন রাজ্যে অবস্থিত? ক. মিজোরাম খ. সিকিম গ. লাদাখ ঘ. হিমাচল প্রদেশ উত্তরঃ সিকিম
১২. নিম্নলিখিত হিমবাহের মধ্যে কোনটি উত্তরাখণ্ডে অবস্থিত? ক. গঙ্গোত্রী খ. পিন্ডার গ. মিলাম ঘ. সবকটি উত্তরঃ সবকটি
১৩. বানিহাল পাস নিচের কোন রাজ্যে অবস্থিত? ক. জম্মু ও কাশ্মীর খ. হিমাচল প্রদেশ গ. উত্তরাখণ্ড ঘ. সিকিম উত্তরঃ জম্মু ও কাশ্মীর
১৪. নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? ক. বাবা বুদন গিরি খ. মুল্লায়ানাগিরি গ. ব্রহ্মগিরি ঘ. পুষ্পগিরি উত্তরঃ মুল্লায়ানাগিরি
১৫. নিম্নলিখিত পার্বত্য স্টেশনগুলির মধ্যে কোনটি "সাতপুরার রাণী" নামে পরিচিত? ক. অমরকন্টক খ. পাচমাড়ি গ. ইউসমার্গ ঘ. পালামপুর উত্তরঃ পাচমাড়ি
১৬. তামিলনাড়ুর নিচের কোন হিল স্টেশনের নামের অর্থ "বনের উপহার"? ক. উটি খ. কোডাইকানাল গ. মেলাগিরি ঘ. কুরাঙ্গানি উত্তরঃ কোডাইকানাল
১৭. নিচের কোনটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ? ক. চংমিং দ্বীপ খ. মাজুলি দ্বীপ গ. রিচার্ডস দ্বীপ ঘ. সুম্বা দ্বীপ উত্তরঃ মাজুলি দ্বীপ
১৮. মহারাষ্ট্র রাজ্যের ম্যানগ্রোভ বনভুমি গুলি কোথায় অবস্থিত? উত্তরঃ থানে ক্রিক এবং ভিক্রোলি
১৯. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন অংশে ম্যানগ্রোভ পাওয়া যায়? ক. কার নিকোবর খ. উত্তর আন্দামান গ. ছোট আন্দামান D. ছোট নিকোবর উত্তরঃ উত্তর আন্দামান
২০. Chitra Pournami উৎসব পালন করা হয় তামিলনাড়ুর কোন সৈকতে ? ক. মেরিন বিচ খ. এলিয়টের সৈকত গ. সিলভার বিচ ঘ. পুম্পুহার সৈকত উত্তরঃ পুম্পুহার সৈকত