২১. দামোদর নদী উত্তরের রাঁচি মালভূমিকে নিম্নলিখিত কোন মালভূমি থেকে বিভক্ত করেছে? ক. কোডারমা মালভূমি খ. হাজারীবাগ মালভূমি গ. সিংভূম মালভূমি ঘ. উপরের কোনটি নয় উত্তরঃ হাজারীবাগ মালভূমি
২২. ভারতের নিচের কোন অঞ্চলে Deranged প্যাটার্ন দেখতে পাওয়া যায়? ক. ছোটনাগপুর মালভূমি খ. দক্ষিণ উপদ্বীপ অঞ্চল গ. মরুভূমি অঞ্চল ঘ. কারাকোরামের উপত্যকা উত্তরঃ কারাকোরামের উপত্যকা
২৩. ভারতে সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? ক. ৭০০ কিমি খ. ৯২০ কিমি গ. ১২০০ কিমি ঘ. ১৫০০ কিমি উত্তরঃ ৭০০ কিমি
২৪. নিচের কোনটি গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী? ক. চম্বল খ. যমুনা গ. গোমতী ঘ. গন্ডক উত্তরঃ যমুনা
২৫. নিচের কোনটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ? ক. চেম্বারমবক্কম খ. চিল্কা গ. ডাল ঘ. গোবিন্দ বল্লভ পন্ত সাগর উত্তরঃ গোবিন্দ বল্লভ পন্ত সাগর
২৬. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? ক. হুবলি খ. গোরাখপুর গ. কোলাম ঘ. খড়গপুর উত্তরঃ হুবলি (কর্ণাটক)
২৭. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? ক. জম্মু ও কাশ্মীর খ. কেরালা গ. পশ্চিমবঙ্গ ঘ. অরুণাচল প্রদেশ উত্তরঃ কেরালা
২৮. কোন নদীকে গোয়ার লাইফ লাইন বলা হয়? ক. চ্যাপোরা খ. সাই গ. মান্ডভি ঘ. জুয়ারি উত্তরঃ মান্ডভি
২৯. 'রেগুর' মৃত্তিকা নামে পরচিত নীচের কোন মাটি? ক. ল্যাটেরাইট মাটি খ. হলুদ মাটি গ. কালো মাটি ঘ. পলিমাটি উত্তরঃ কালো মাটি
৩০. ভারতে কয়টি প্রধান জৈব-ভৌগলিক অঞ্চল রয়েছে? ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২ উত্তর: ১০টি