৫১. পইথান (জায়কনওয়াড়ি) জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত?ক. গঙ্গাখ. কাবেরীগ. নর্মদাঘ. গোদাবরী
উত্তরঃ গোদাবরী
৫২. ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী __
ক. কর্কটক্রান্তির উত্তরে অবস্থিত
খ. নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত
গ. মকর রাশির দক্ষিণে অবস্থিত
ঘ. বিষুবরেখার উত্তরে অবস্থিত
উত্তরঃ বিষুবরেখার উত্তরে অবস্থিত
ভারতের ভূগোল MCQ part 6
৫৩. দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটিকে বলা হয়
ক. পালঘাট গ্যাপ
খ. বোরঘাট পাস
গ. থালগাট পাস
ঘ. বোলান পাস
উত্তরঃ পালঘাট গ্যাপ
ভারতের ভূগোল MCQ part 6
৫৪. ভারতে ইয়ারলুং জাংবো (Yarlung Zangbo) নদী কি নামে পরিচিত.
ক. গঙ্গা
খ. সিন্ধু
গ. ব্রহ্মপুত্র
ঘ. মহানদী
উত্তরঃ ব্রহ্মপুত্র
ভারতের ভূগোল MCQ part 6
৫৫. সালাল (salal dam) প্রকল্ কোন নদীর উপর ?
ক. চেনাব
খ. ঝিলম
গ. রবি
ঘ. সতলেজ
উত্তরঃ চেনাব
ভারতের ভূগোল MCQ part 6
৫৬. ভূপৃষ্ঠের শতকরা কত শতাংশ ভারত দ্বারা আচ্ছাদিত?
ক. ২.৪%
খ. ৩.৪%
গ. ৪.৪%
ঘ. ৫.৪ %
উত্তরঃ ২.৪%
ভারতের ভূগোল MCQ part 6
৫৭. মথুরা, ডিগবই এবং পানিপথের তৈল শোধনাগারগুলি স্থাপিত করেন?
উত্তর. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
ভারতের ভূগোল MCQ part 6
৫৮. র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে একটি সীমানা?
ক.ভারত ও পাকিস্তান
খ. ভারত ও চীন
গ. ভারত ও মায়ানমার
ঘ. ভারত ও আফগানিস্তান
উত্তরঃ ভারত ও পাকিস্তান
ভারতের ভূগোল MCQ part 6
৫৯. নিচের কোনটিতে ভারতে জোয়ার-ভাটার শক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে?
ক. ক্যাম্বে উপসাগর
খ. মান্নার উপসাগর
গ. কেরালার ব্যাকওয়াটারস
ঘ. চিল্কা হ্রদ
উত্তরঃ ক্যাম্বে উপসাগর
ভারতের ভূগোল MCQ part 6
৬০. ভারতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে ?
ক. অরুণাচল প্রদেশ
খ. হরিয়ানা
গ. মধ্যপ্রদেশ
ঘ. আসাম